ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
জীবনবিজ্ঞান MCQ >>পুষ্টি সেট ১
👉প্রশ্ন ১
নিম্নলিখিত
কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাকের প্রয়োজনীয় উৎসেচক থাকে না ?
(a) লালাগ্রন্থি
(b) অগ্ন্যাশয়
(c) যকৃত
(d) ক্ষুদ্রান্তের গ্রন্থি
উত্তর (c)
👉প্রশ্ন ২
মানব
ত্বকে সংশ্লেষিত ভিটামিনটি হলো -
(a) ভিটামিন - K
(b) ভিটামিন - C
(c) ভিটামিন - A
(d) ভিটামিন - D
উত্তর (d)
👉প্রশ্ন ৩
ভিটামিন - A এর
প্রো-ভিটামিনটি হলো -
(a) ক্যারোটিন
(b) ক্যারোটিনয়েড
(c) ক্যারোটিনেজ
(d) ক্যারোটিনিন
উত্তর (a)
👉প্রশ্ন ৪
একটি
অধাতব ট্রেস এলিমেন্ট হলো -
(a) বোরন
(b) সালফার
(c) মলিবডেনাম
(d) ফসফরাস
উত্তর (a)
👉প্রশ্ন ৫
প্রাণীজ
শ্বেতসার টি হলো -
(a) গ্লাইকোজেন
(b) ডেক্সট্রিন
(c) গ্লুকোজ
(d) গ্লাইকান
উত্তর (a)
👉প্রশ্ন ৬
পরজীবী
উদ্ভিদের খাদ্যরস শোষণকারী অঙ্গটি হলো
(a) হস্টোরিয়া
(b) অ্যাপ্রিসোরিয়া
(c) জাইলেম
(d) ফ্লোয়েম
উত্তর (a)
👉প্রশ্ন ৭
পেপসিনের
নিষ্ক্রিয় অবস্থার নাম কি ?
(a) পেপসিনোজেন
(b) ট্রিপসিনোজেম
(c) প্যাপেইন
(d) কাইমোট্রিপসিনোজেন
উত্তর (a)
👉প্রশ্ন ৮
প্রোটিনের
একটি প্রধান উপাদান হলো -
(a) নাইট্রোজেন
(b) পটাশিয়াম
(c) ক্লোরিন
(d) আয়োডিন
উত্তর ( a)
👉প্রশ্ন ৯
এক
গ্রাম ফ্যাটের তাপনমূল্য কত ?
(a) ৪.২ K.
Cal
(b) ৩.৯ K.
Cal
(c) ৯.৩ K.
Cal
(d) ৯৩
K. Cal
উত্তর (c)
👉প্রশ্ন ১০
পরিপাককৃত
খাদ্যবস্তু শোষিত হয় -
(a) ভিলির দ্বারা
(b) পাকস্থলীর দ্বারা
(c) যকৃতের দ্বারা
(d) ইলিয়ামের দ্বারা
উত্তর (a)

Comments
Post a Comment