নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞান MCQ >>পুষ্টি সেট ১
👉প্রশ্ন ১
নিম্নলিখিত
কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাকের প্রয়োজনীয় উৎসেচক থাকে না ?
(a) লালাগ্রন্থি
(b) অগ্ন্যাশয়
(c) যকৃত
(d) ক্ষুদ্রান্তের গ্রন্থি
উত্তর (c)
👉প্রশ্ন ২
মানব
ত্বকে সংশ্লেষিত ভিটামিনটি হলো -
(a) ভিটামিন - K
(b) ভিটামিন - C
(c) ভিটামিন - A
(d) ভিটামিন - D
উত্তর (d)
👉প্রশ্ন ৩
ভিটামিন - A এর
প্রো-ভিটামিনটি হলো -
(a) ক্যারোটিন
(b) ক্যারোটিনয়েড
(c) ক্যারোটিনেজ
(d) ক্যারোটিনিন
উত্তর (a)
👉প্রশ্ন ৪
একটি
অধাতব ট্রেস এলিমেন্ট হলো -
(a) বোরন
(b) সালফার
(c) মলিবডেনাম
(d) ফসফরাস
উত্তর (a)
👉প্রশ্ন ৫
প্রাণীজ
শ্বেতসার টি হলো -
(a) গ্লাইকোজেন
(b) ডেক্সট্রিন
(c) গ্লুকোজ
(d) গ্লাইকান
উত্তর (a)
👉প্রশ্ন ৬
পরজীবী
উদ্ভিদের খাদ্যরস শোষণকারী অঙ্গটি হলো
(a) হস্টোরিয়া
(b) অ্যাপ্রিসোরিয়া
(c) জাইলেম
(d) ফ্লোয়েম
উত্তর (a)
👉প্রশ্ন ৭
পেপসিনের
নিষ্ক্রিয় অবস্থার নাম কি ?
(a) পেপসিনোজেন
(b) ট্রিপসিনোজেম
(c) প্যাপেইন
(d) কাইমোট্রিপসিনোজেন
উত্তর (a)
👉প্রশ্ন ৮
প্রোটিনের
একটি প্রধান উপাদান হলো -
(a) নাইট্রোজেন
(b) পটাশিয়াম
(c) ক্লোরিন
(d) আয়োডিন
উত্তর ( a)
👉প্রশ্ন ৯
এক
গ্রাম ফ্যাটের তাপনমূল্য কত ?
(a) ৪.২ K.
Cal
(b) ৩.৯ K.
Cal
(c) ৯.৩ K.
Cal
(d) ৯৩
K. Cal
উত্তর (c)
👉প্রশ্ন ১০
পরিপাককৃত
খাদ্যবস্তু শোষিত হয় -
(a) ভিলির দ্বারা
(b) পাকস্থলীর দ্বারা
(c) যকৃতের দ্বারা
(d) ইলিয়ামের দ্বারা
উত্তর (a)
Comments
Post a Comment