ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
জীবনবিজ্ঞান MCQ >>পুষ্টি সেট ১
👉প্রশ্ন ১
নিম্নলিখিত
কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাকের প্রয়োজনীয় উৎসেচক থাকে না ?
(a) লালাগ্রন্থি
(b) অগ্ন্যাশয়
(c) যকৃত
(d) ক্ষুদ্রান্তের গ্রন্থি
উত্তর (c)
👉প্রশ্ন ২
মানব
ত্বকে সংশ্লেষিত ভিটামিনটি হলো -
(a) ভিটামিন - K
(b) ভিটামিন - C
(c) ভিটামিন - A
(d) ভিটামিন - D
উত্তর (d)
👉প্রশ্ন ৩
ভিটামিন - A এর
প্রো-ভিটামিনটি হলো -
(a) ক্যারোটিন
(b) ক্যারোটিনয়েড
(c) ক্যারোটিনেজ
(d) ক্যারোটিনিন
উত্তর (a)
👉প্রশ্ন ৪
একটি
অধাতব ট্রেস এলিমেন্ট হলো -
(a) বোরন
(b) সালফার
(c) মলিবডেনাম
(d) ফসফরাস
উত্তর (a)
👉প্রশ্ন ৫
প্রাণীজ
শ্বেতসার টি হলো -
(a) গ্লাইকোজেন
(b) ডেক্সট্রিন
(c) গ্লুকোজ
(d) গ্লাইকান
উত্তর (a)
👉প্রশ্ন ৬
পরজীবী
উদ্ভিদের খাদ্যরস শোষণকারী অঙ্গটি হলো
(a) হস্টোরিয়া
(b) অ্যাপ্রিসোরিয়া
(c) জাইলেম
(d) ফ্লোয়েম
উত্তর (a)
👉প্রশ্ন ৭
পেপসিনের
নিষ্ক্রিয় অবস্থার নাম কি ?
(a) পেপসিনোজেন
(b) ট্রিপসিনোজেম
(c) প্যাপেইন
(d) কাইমোট্রিপসিনোজেন
উত্তর (a)
👉প্রশ্ন ৮
প্রোটিনের
একটি প্রধান উপাদান হলো -
(a) নাইট্রোজেন
(b) পটাশিয়াম
(c) ক্লোরিন
(d) আয়োডিন
উত্তর ( a)
👉প্রশ্ন ৯
এক
গ্রাম ফ্যাটের তাপনমূল্য কত ?
(a) ৪.২ K.
Cal
(b) ৩.৯ K.
Cal
(c) ৯.৩ K.
Cal
(d) ৯৩
K. Cal
উত্তর (c)
👉প্রশ্ন ১০
পরিপাককৃত
খাদ্যবস্তু শোষিত হয় -
(a) ভিলির দ্বারা
(b) পাকস্থলীর দ্বারা
(c) যকৃতের দ্বারা
(d) ইলিয়ামের দ্বারা
উত্তর (a)

Comments
Post a Comment