নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সালোকসংশ্লেষ সেট ১ এর জন্য এখানে ক্লিক করুন
প্রশ্ন ১
সালোকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহক টি হলো -(a) প্লাস্টোকুইনোন
(b) সাইটোক্রোম
(c) প্লাস্টোসায়ানিন
(d) ফ্লাভোপ্রোটিন
উত্তর (b)
প্রশ্ন ২
পরিবেশে O২ ও CO২ এর ভারসাম্য রক্ষিত হয় -(a) সালোকসংশ্লেষ দ্বারা
(b) শ্বসন দ্বারা
(c) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
(d) শ্বসন ও রেচন দ্বারা
উত্তর (c)
প্রশ্ন ৩
ক্যারোটিন ও জ্যান্থোফিলকে একত্রে কি বলে ?(a) ফাইকোবিলিন
(b) ফাইকোসায়ানিন
(c) ক্যারোটিনয়েডস
(d) বিটা ক্যারোটিন
উত্তর (c)
প্রশ্ন ৪
উদ্ভিদের কোন রাসায়নিক পদার্থ সৌরশক্তি শোষণে সক্ষম ?(a) ক্লোরোফিল
(b) ATP
(c) NADP
(d) ADP
উত্তর (a)
প্রশ্ন ৫
এনার্জি কারেন্সী বলে -(a) ATP কে
(b) AMP কে
(c) NADP কে
(d) GTP কে
উত্তর (a)
প্রশ্ন ৬
সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো -(a) এন্টামিবা
(b) আমিবা
(c) প্যারামেসিয়াম
(d) ক্রাইসামিবা
উত্তর (d)
প্রশ্ন ৭
সালোকসংশ্লেষ পক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বন যুক্ত স্থায়ী যৌগ টি হলো -(a) PGA
(b) PGAID
(c) গ্লুকোজ
(d) শ্বেতসার
উত্তর (a)
প্রশ্ন ৮
গ্লুকোজে উপস্থিত মৌলগুলি হলো -(a) C ,H ,O ,N
(b) N ,H ,C
(c) N ,C ,O
(d) C ,H ,O
উত্তর (d)
প্রশ্ন ৯
সালোকসংশ্লেষ পক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামাল দুটি -(a) H২O ও ক্লোরোফিল
(b) H২O ও CO২
(c) CO২ ও সূর্যালোক
(d) H২O ও সূর্যালোক
উত্তর (b)
প্রশ্ন ১০
সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH- আয়ন এ পরিণত হওয়াকে বলে -(a) হাইড্রোলাইসিস
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোলাইসিস
(d) ক্রেবসচক্র
উত্তর (c)
Comments
Post a Comment