দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সালোকসংশ্লেষ সেট ১ এর জন্য এখানে ক্লিক করুন
প্রশ্ন ১
সালোকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহক টি হলো -(a) প্লাস্টোকুইনোন
(b) সাইটোক্রোম
(c) প্লাস্টোসায়ানিন
(d) ফ্লাভোপ্রোটিন
উত্তর (b)
প্রশ্ন ২
পরিবেশে O২ ও CO২ এর ভারসাম্য রক্ষিত হয় -(a) সালোকসংশ্লেষ দ্বারা
(b) শ্বসন দ্বারা
(c) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
(d) শ্বসন ও রেচন দ্বারা
উত্তর (c)
প্রশ্ন ৩
ক্যারোটিন ও জ্যান্থোফিলকে একত্রে কি বলে ?(a) ফাইকোবিলিন
(b) ফাইকোসায়ানিন
(c) ক্যারোটিনয়েডস
(d) বিটা ক্যারোটিন
উত্তর (c)
প্রশ্ন ৪
উদ্ভিদের কোন রাসায়নিক পদার্থ সৌরশক্তি শোষণে সক্ষম ?(a) ক্লোরোফিল
(b) ATP
(c) NADP
(d) ADP
উত্তর (a)
প্রশ্ন ৫
এনার্জি কারেন্সী বলে -(a) ATP কে
(b) AMP কে
(c) NADP কে
(d) GTP কে
উত্তর (a)
প্রশ্ন ৬
সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো -(a) এন্টামিবা
(b) আমিবা
(c) প্যারামেসিয়াম
(d) ক্রাইসামিবা
উত্তর (d)
প্রশ্ন ৭
সালোকসংশ্লেষ পক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বন যুক্ত স্থায়ী যৌগ টি হলো -(a) PGA
(b) PGAID
(c) গ্লুকোজ
(d) শ্বেতসার
উত্তর (a)
প্রশ্ন ৮
গ্লুকোজে উপস্থিত মৌলগুলি হলো -(a) C ,H ,O ,N
(b) N ,H ,C
(c) N ,C ,O
(d) C ,H ,O
উত্তর (d)
প্রশ্ন ৯
সালোকসংশ্লেষ পক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামাল দুটি -(a) H২O ও ক্লোরোফিল
(b) H২O ও CO২
(c) CO২ ও সূর্যালোক
(d) H২O ও সূর্যালোক
উত্তর (b)
প্রশ্ন ১০
সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH- আয়ন এ পরিণত হওয়াকে বলে -(a) হাইড্রোলাইসিস
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোলাইসিস
(d) ক্রেবসচক্র
উত্তর (c)

Comments
Post a Comment