বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
-------------------------------------------------------------------------------------------------------
👉পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন -------------------------------------------------------------------------------------------------------
(a) প্লাস্টিড
(b) মাইটোকন্ড্রিয়া
(c) রাইবোজোম
(d) সেন্ট্রোজোম
উত্তর (b)
(a) হিমোগ্লোবিন
(b) অ্যালবুমিন
(c) গ্লোবিউলিন
(d) বিলিরুবিন
উত্তর (a)
(a) ফুলকা
(b) ট্রাকিয়া
(c) ফুসফুস
(d) দেহত্বক
উত্তর (b)
(a) পাইরুভিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) অ্যাসিটিক অ্যাসিড
(d) জৈব অ্যাসিড
উত্তর (b)
(a) সুন্দরী
(b) আম
(c) জাম
(d) কাঁঠাল
উত্তর (a)
(a) ৮ টি
(b) ৯ টি
(c) ১০ টি
(d) ১২ টি
উত্তর (b)
(a) ব্রঙ্কাস
(b) ব্রঙ্কিওল
(c) ট্রাকিয়া
(d)অ্যালভিওলাই
উত্তর (d)
(a) ক্রেবস চক্র
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোলাইসিস
(d) কেলভিন চক্র
উত্তর (b)
(a) ৩০
(b) ৩৮
(c) ৩৬
(d) ১৫
উত্তর (b)
(a) সাইটোপ্লাজমে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) রাইবোজোমে
(d) সেন্ট্রোজোমে
উত্তর (b)
👉প্রশ্ন ১
শ্বসনে সাহায্যকারী অঙ্গাণুটি হলো -(a) প্লাস্টিড
(b) মাইটোকন্ড্রিয়া
(c) রাইবোজোম
(d) সেন্ট্রোজোম
উত্তর (b)
👉প্রশ্ন ২
একটি শ্বাস রঞ্জকের নাম হলো -(a) হিমোগ্লোবিন
(b) অ্যালবুমিন
(c) গ্লোবিউলিন
(d) বিলিরুবিন
উত্তর (a)
👉প্রশ্ন ৩
পতঙ্গের শ্বাস অঙ্গ হলো -(a) ফুলকা
(b) ট্রাকিয়া
(c) ফুসফুস
(d) দেহত্বক
উত্তর (b)
👉প্রশ্ন ৪
পেশির ক্লান্তি ঘটায় -(a) পাইরুভিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) অ্যাসিটিক অ্যাসিড
(d) জৈব অ্যাসিড
উত্তর (b)
👉প্রশ্ন ৫
শ্বাসমূল দেখা যায় -(a) সুন্দরী
(b) আম
(c) জাম
(d) কাঁঠাল
উত্তর (a)
👉প্রশ্ন ৬
পায়রার বায়ুথলির সংখ্যা -(a) ৮ টি
(b) ৯ টি
(c) ১০ টি
(d) ১২ টি
উত্তর (b)
👉প্রশ্ন ৭
ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো -(a) ব্রঙ্কাস
(b) ব্রঙ্কিওল
(c) ট্রাকিয়া
(d)অ্যালভিওলাই
উত্তর (d)
👉প্রশ্ন ৮
সব ধরণের শ্বসনের সাধারণ পর্যায়টি হলো -(a) ক্রেবস চক্র
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোলাইসিস
(d) কেলভিন চক্র
উত্তর (b)
👉প্রশ্ন ৯
এক অনু গ্লুকোজ সবাত শ্বসনের মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত হলে কত অনু ATP সৃষ্টি হয় ?(a) ৩০
(b) ৩৮
(c) ৩৬
(d) ১৫
উত্তর (b)
👉প্রশ্ন ১০
ক্রেবস চক্র ঘটে কোশের -(a) সাইটোপ্লাজমে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) রাইবোজোমে
(d) সেন্ট্রোজোমে
উত্তর (b)

Comments
Post a Comment