নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
-------------------------------------------------------------------------------------------------------
👉পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন -------------------------------------------------------------------------------------------------------
(a) প্লাস্টিড
(b) মাইটোকন্ড্রিয়া
(c) রাইবোজোম
(d) সেন্ট্রোজোম
উত্তর (b)
(a) হিমোগ্লোবিন
(b) অ্যালবুমিন
(c) গ্লোবিউলিন
(d) বিলিরুবিন
উত্তর (a)
(a) ফুলকা
(b) ট্রাকিয়া
(c) ফুসফুস
(d) দেহত্বক
উত্তর (b)
(a) পাইরুভিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) অ্যাসিটিক অ্যাসিড
(d) জৈব অ্যাসিড
উত্তর (b)
(a) সুন্দরী
(b) আম
(c) জাম
(d) কাঁঠাল
উত্তর (a)
(a) ৮ টি
(b) ৯ টি
(c) ১০ টি
(d) ১২ টি
উত্তর (b)
(a) ব্রঙ্কাস
(b) ব্রঙ্কিওল
(c) ট্রাকিয়া
(d)অ্যালভিওলাই
উত্তর (d)
(a) ক্রেবস চক্র
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোলাইসিস
(d) কেলভিন চক্র
উত্তর (b)
(a) ৩০
(b) ৩৮
(c) ৩৬
(d) ১৫
উত্তর (b)
(a) সাইটোপ্লাজমে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) রাইবোজোমে
(d) সেন্ট্রোজোমে
উত্তর (b)
👉প্রশ্ন ১
শ্বসনে সাহায্যকারী অঙ্গাণুটি হলো -(a) প্লাস্টিড
(b) মাইটোকন্ড্রিয়া
(c) রাইবোজোম
(d) সেন্ট্রোজোম
উত্তর (b)
👉প্রশ্ন ২
একটি শ্বাস রঞ্জকের নাম হলো -(a) হিমোগ্লোবিন
(b) অ্যালবুমিন
(c) গ্লোবিউলিন
(d) বিলিরুবিন
উত্তর (a)
👉প্রশ্ন ৩
পতঙ্গের শ্বাস অঙ্গ হলো -(a) ফুলকা
(b) ট্রাকিয়া
(c) ফুসফুস
(d) দেহত্বক
উত্তর (b)
👉প্রশ্ন ৪
পেশির ক্লান্তি ঘটায় -(a) পাইরুভিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) অ্যাসিটিক অ্যাসিড
(d) জৈব অ্যাসিড
উত্তর (b)
👉প্রশ্ন ৫
শ্বাসমূল দেখা যায় -(a) সুন্দরী
(b) আম
(c) জাম
(d) কাঁঠাল
উত্তর (a)
👉প্রশ্ন ৬
পায়রার বায়ুথলির সংখ্যা -(a) ৮ টি
(b) ৯ টি
(c) ১০ টি
(d) ১২ টি
উত্তর (b)
👉প্রশ্ন ৭
ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো -(a) ব্রঙ্কাস
(b) ব্রঙ্কিওল
(c) ট্রাকিয়া
(d)অ্যালভিওলাই
উত্তর (d)
👉প্রশ্ন ৮
সব ধরণের শ্বসনের সাধারণ পর্যায়টি হলো -(a) ক্রেবস চক্র
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোলাইসিস
(d) কেলভিন চক্র
উত্তর (b)
👉প্রশ্ন ৯
এক অনু গ্লুকোজ সবাত শ্বসনের মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত হলে কত অনু ATP সৃষ্টি হয় ?(a) ৩০
(b) ৩৮
(c) ৩৬
(d) ১৫
উত্তর (b)
👉প্রশ্ন ১০
ক্রেবস চক্র ঘটে কোশের -(a) সাইটোপ্লাজমে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) রাইবোজোমে
(d) সেন্ট্রোজোমে
উত্তর (b)
Comments
Post a Comment