শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
প্রশ্ন ১
বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে
(ক) ভূপৃষ্ঠের উপরিভাগে
(খ) ভূপৃষ্ঠের
(গ) মহাশূন্যে
(ঘ) সমুদ্রতলদেশে
উত্তর (ক)
প্রশ্ন ২
নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের
(ক) অন্তর্জাত প্রক্রিয়া
(খ) বহির্জাত প্রক্রিয়া
(গ) জৈবিক প্রক্রিয়া
(ঘ) মহাজাগতিক প্রক্রিয়া
উত্তর (খ)
প্রশ্ন ৩
যে-প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয়, তা হল-
(ক) পর্যায়ন
(খ) অবরোহণ
(গ) আরোহণ
(ঘ) বিচূর্ণীভবন
উত্তর (গ)
প্রশ্ন ৪
কোন্ প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়-
(ক) আরোহণ
(খ) পাতসংস্থান
(গ) অধঃক্ষেপণ
(ঘ) পর্যায়ন
উত্তর (ঘ)
প্রশ্ন ৫
অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-
(ক) ক্ষয়ীভবন
(খ) নগ্নীভবন
(গ) বিচূর্ণীভবন
(ঘ) পর্যায়ন
উত্তর (ঘ)
প্রশ্ন ৬
আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে-
(ক) মহিভাবক প্রক্রিয়া
(খ) গিরিজনি প্রক্রিয়া
(গ) অঙ্গারযোজন
(ঘ) নগ্নীভবন
উত্তর (ঘ)
প্রশ্ন ৭
কোন্ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়?
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সমুদ্রতরঙ্গ
উত্তর (ক)
প্রশ্ন ৮
প্লাবনভূমি, বদ্বীপ ইত্যাদি ভূমিরূপ কোন্ পদ্ধতিতে সৃষ্টি হয়-
(ক) বিচূর্ণীভবন
(খ) আরোহণ
(গ) যান্ত্রিক আবহবিকার
(ঘ) অবরোহণ
উত্তর (খ)
প্রশ্ন ৯
ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল-
(ক) নগ্নীভবন
(খ) অবরোহণ
(গ) আরোহণ
(ঘ) পর্যায়ন
উত্তর (ঘ)
প্রশ্ন ১০
বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে-পদ্ধতিতে তা হল-
(ক) পর্যায়ন
(খ) অবরোহণ
(গ) আরোহণ
(ঘ) পুঞ্জক্ষয়
উত্তর (গ)
প্রশ্ন ১১
ভূমির ক্ষয় ও সঞ্চয়কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিকে বলা হয়-
(ক) উচ্চভূমি
(খ) পাদসমভূমি
(গ) পর্যায়িত ভূমি
(ঘ) সমপ্রায়ভূমি
উত্তর (গ)
প্রশ্ন ১২
কোন্ প্রক্রিয়াটির সঙ্গে 'ক্ষয়' শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত-
(ক) অবরোহণ
(খ) আরোহণ
(গ) পর্যায়ন
(ঘ) আবহবিকার
উত্তর (ক)
প্রশ্ন ১৩
কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়?
(ক) পর্যায়ন
(খ) অবরোহণ
(গ) আরোহণ
(ঘ) নগ্নীভবন
উত্তর (গ)
প্রশ্ন ১৪
শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হল-
(ক) ক্ষয়ীভবন
(খ) পর্যায়ন
(গ) নগ্নীভবন
(ঘ) আবহবিকার
উত্তর (ঘ)
প্রশ্ন ১৫
নিম্নলিখিত কোন্ রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যাবে-
(ক) উত্তরাখন্ড
(খ) বিহার
(গ) ওড়িশা
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তর (গ)
প্রশ্ন-১৬
ভূমিরূপ পরিবর্তনে কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক?
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) সমুদ্রতরঙ্গ
উত্তর (ক)
প্রশ্ন-১৭
এরমধ্যে কোনটি ভূমিরূপ পরিবর্তনের স্থিতিশীল প্রক্রিয়া-
(ক) নদী
(খ) বায়ু
(গ) অধঃক্ষেপণ
(ঘ) হিমবাহ
উত্তর (গ)
প্রশ্ন-১৮
কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নীচুস্থান ভরাট হয়ে উঁচু হয়-
(ক) অবরোহণ
(খ) আরোহণ
(গ) পর্যায়ন
(ঘ) নগ্নীভবন
উত্তর (খ)

Comments
Post a Comment