বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
👉প্রশ্ন ১
প্রধান শ্বসন বস্তুটি হলো -(a) অ্যাসিনো অ্যাসিড
(b) জৈব অ্যাসিড
(c) ফ্যাটি অ্যাসিড
(d) গ্লুকোজ
উত্তর (d)
👉প্রশ্ন ২
গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোষের -(a) মাইটোকন্ড্রিয়ায়
(b) সাইটোপ্লাজোমে
(c) প্লাস্টিড
(d) সেন্ট্রোজোম
উত্তর (b)
👉প্রশ্ন ৩
শ্বসনে উৎপন্ন শক্তি হলো -(a) যান্ত্রিক শক্তি
(b) তাপ শক্তি
(c) সৌর শক্তি
(d) রাসায়নিক শক্তি
উত্তর (b)
👉প্রশ্ন ৪
শ্বসনে উৎপন্ন গ্যাসটি হলো -(a) CO২
(b) O২
(c) CO
(d) N২
উত্তর (a)
👉প্রশ্ন ৫
গ্লাইকোলাইসিসের অপর নাম -(a) EMP পথ
(b) CMP পথ
(c) GTP
(d) TCA চক্র
উত্তর (a)
👉প্রশ্ন ৬
প্রহরী কোশ বা রক্ষী কোশ থাকে -(a) লেন্টিসেলে
(b) পত্ররন্ধ্রে
(c) জলরন্ধ্রে
(d) হাইডাথোডে
উত্তর (b)
👉প্রশ্ন ৭
এক অনু ATP থেকে নির্গত শক্তির পরিমান -(a) ৭.৩ cal
(b) ৭.৩ K.Cal
(c) ৭৩ K.Cal
(d) ৬৮৬ K.Cal
উত্তর (b)
👉প্রশ্ন ৮
ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে -(a) মাইট্রোকনড্রিয়ায়
(b) সাইটোপ্লাজমে
(c) প্লাস্টিডে
(d) মাইট্রোকনড্রিয়ার অক্সিজোমে
উত্তর (d)
👉প্রশ্ন ৯
পাইরুভিক অ্যাসিড কোন পক্রিয়ার শেষে উৎপন্ন হয় ?(a) TCA চক্র
(b) কেলভিন চক্র
(c) গ্লাইকোলাইসিস
(d) গ্লাইকোজেনোলাইসিস
উত্তর (c)
👉প্রশ্ন ১০
ঐচ্ছিক পেশীকোশে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয় -(a)পাইরুভিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) বিউটাইরিক অ্যাসিড
(d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর (b)

Comments
Post a Comment