ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
জীবনবিজ্ঞান >> সালোকসংশ্লেষ
👉প্রশ্ন ১
পাতার কোন কলায় সালোকসংশ্লেষ ঘটে ?(a) যোজক কলা
(b) ভাজক কলা
(c) স্থায়ী কলা
(d) মেসোফিল কলা
উত্তর (d)
👉প্রশ্ন ২
সালোকসংশ্লেষীয় একক বলে -(a) কোয়ান্টোজোমকে
(b) অক্সিজোমকে
(c) স্ফীরোজোমকে
(d) ক্লোরোফিলকে
উত্তর (a)
👉প্রশ্ন ৩
প্রাকৃতিক হিল বিকারক হলো -(a) পটাশিয়াম ফেরিক অক্সালেট
(b) NADP
(c) NADPH
(d) ATP
উত্তর (b)
👉প্রশ্ন ৪
ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হলো -(a) C ,H ,O ,N ,H ,Mg
(b) C ,H ,O, Mg
(c) C ,H ,O, N , Fe
(d) K ,C ,H ,O, N , Mg
উত্তর (a)
👉প্রশ্ন ৫
ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে -(a) chl - a
(b) chl - b
(c) chl - c
(d) chl - d
উত্তর (b)
👉প্রশ্ন ৬
সালোকসংশ্লেষ এর অন্ধকার দশায় CO২ সংবন্ধনে সাহায্যকারী উৎসেচকটি হলো -(a) RuBP - কার্বোক্সিলেজ
(b) RuBP - অক্সিজেনেজ
(c) কার্বোক্সিলেজ
(d) ডিহাইড্রোজেনেজ
উত্তর (a)
👉প্রশ্ন ৭
অঙ্গার আত্তীকরণে শক্তির উৎসটি হলো -(a) ATP
(b) ADP
(c) ক্লোরোফিল
(d) সূর্য
উত্তর (a)
👉প্রশ্ন ৮
রাত্রে উদ্ভিদে শ্বেতসার প্রস্তুত হয় -(a) গ্লুকোজ
(b) স্টার্চ থেকে
(c) প্রোটিন থেকে
(d) ফ্যাট থেকে
উত্তর (a)
👉প্রশ্ন ৯
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয় -(a) তাপশক্তি হিসাবে
(b) রাসায়নিক শক্তি হিসাবে
(c) গতিশক্তি হিসাবে
(d) আলোক শক্তি হিসাবে
উত্তর (b)
👉প্রশ্ন ১০
অন্ধকার দশায় কত অনু ATP ও NADPH২ প্রয়োজন হয় -(a) ১০ ATP ও ১০ NADPH২
(b) ১২ ATP ও ১২ NADPH২
(c) ৬ ATP ও ৬ NADPH২
(d) ১০ ATP ও ১২ NADPH২
উত্তর (b)

Comments
Post a Comment