নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
গণিত অনুশীলন
☆প্রশ্ন ১
কোনো অসাধু ব্যবসায়ী বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 10 % ঠকায়। ব্যবসায়ীটি প্রকৃতপক্ষে শতকরা কত লাভ করে ?
উত্তর
21%
☆প্রশ্ন ২
রাম একই টাকায় দুটি ঘোড়া বিক্রয় করল। একটিতে তার 10% লাভ এবং অন্যটিতে 10% ক্ষতি হলে নিম্নের কোনটি ঠিক ?
(i) তার কোনো লাভ বা ক্ষতি হবে না।
(ii) তার 2% ক্ষতি হয়
(iii) তার 1% লাভ হয়
(iv) তার 1% ক্ষতি হয়
উত্তর
রামের 1% ক্ষতি হয়।
☆প্রশ্ন ৩
কোনো আসলে 3 বৎসরের সবৃদ্ধিমুল 560 টাকা এবং 5 বৎসরের সবৃদ্ধিমুল 600 টাকা হলে, আসল কত ?
উত্তর
500 টাকা
☆প্রশ্ন ৪
টাকায় 5টি করে আম ক্রয় করে টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ?
উত্তর
25%
☆প্রশ্ন ৫
একটি দ্রব্য 40 টাকায় বিক্রি করলে 40% ক্ষতি হবে। 80 টাকায় তা বিক্রি করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
(i) লাভ হবে না
(ii) 10% লাভ
(iii) 20% লাভ
(iv) 20% ক্ষতি
উত্তর
20% লাভ
☆প্রশ্ন ৬
একটি রেডিও 972 টাকায় বিক্রি করায় 8 % লাভ হয়। রেডিওটিকে 872 টাকায় বিক্রি করলে ক্ষতি হত -
(i) 7 টাকা
(ii) 14 টাকা
(iii) 21 টাকা
(iv) 28 টাকা
উত্তর
28 টাকা
☆প্রশ্ন ৭
60 টাকায় একটি কলম বিক্রি করলে 15% ক্ষতি হয়। 2% লাভ করতে হলে কলমটি বিক্রয় করতে হবে -
(i) 70 টাকা
(ii) 72 টাকা
(iii) 75 টাকা
(iv) 85 টাকা
উত্তর
72 টাকা
☆প্রশ্ন ৮
একটি লোকের বেতন 50% কমিয়ে পরে আবার 52% বাড়িয়ে দেওয়া হল। লোকটির কত ক্ষতি হলো ?
(i) 50%
(ii) 22%
(iii) 25%
(iv) 20%
উত্তর
25%
☆প্রশ্ন ৯
কলকাতা অপেক্ষা দিল্লিতে একটি যন্ত্রের দাম 10% কম। এক ব্যক্তি কলকাতা থেকে দিল্লি গিয়ে ওই যন্ত্রটি কিনে এনে কলকাতায় বিক্রয় করে 2400 টাকা লাভ করল। যাতায়াতের খরচে ব্যক্তিটির 1500 টাকা লাগলে কলকাতায় যন্ত্রটির দাম কত ?
উত্তর
39000 টাকা
☆প্রশ্ন ১০
মাছের দাম 20% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি মাছ খাওয়ার পরিমান এমনভাবে কমালেন যাতে মাছ বাবদ খরচ পূর্বাপেক্ষা 4% কমে গেল। ওই ব্যক্তি মাছ খাওয়ার পরিমান শতকরা কত হারে কমালেন ?
উত্তর
20%
******************************************************************
******************************************************************
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
নিচের গণিত অনুশীলন সেটগুলি দেখুন
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
⚡গণিত অনুশীলন দিন ১
⚡গণিত অনুশীলন দিন ২
⚡গণিত অনুশীলন দিন ৩
⚡গণিত অনুশীলন দিন ৪
⚡গণিত অনুশীলন দিন ৫
⚡গণিত অনুশীলন দিন ৬
⚡গণিত অনুশীলন দিন ৭
⚡গণিত অনুশীলন দিন ৮
⚡গণিত অনুশীলন দিন ৯
⚡গণিত অনুশীলন দিন ১০
⚡গণিত অনুশীলন দিন ২
⚡গণিত অনুশীলন দিন ৩
⚡গণিত অনুশীলন দিন ৪
⚡গণিত অনুশীলন দিন ৫
⚡গণিত অনুশীলন দিন ৬
⚡গণিত অনুশীলন দিন ৭
⚡গণিত অনুশীলন দিন ৮
⚡গণিত অনুশীলন দিন ৯
⚡গণিত অনুশীলন দিন ১০
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
Comments
Post a Comment