দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
হাইড্রোলিসিস বা আর্দ্রবিশ্লেষণ জলের অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। বিয়োজিত জলের এই আয়নের সঙ্গে শিলা গঠনকারী খনিজের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের বিক্রিয়া ও আয়ন বিনিময়কে হাইড্রোলিসিস বা আর্দ্রবিশ্লেষণ বলে। প্রধানত ফেলসপার ও অভ্রের ওপর এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকরী হয়। যথা— অর্থোক্লেজ ফেলসপার + জল = অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড + পটাশিয়াম হাইড্রক্সাইড আরও পড়ুন:: ⚡ আবহবিকার বা বিচূর্ণীভবন - সংজ্ঞা ও প্রকারভেদ ⚡ যান্ত্রিক আবহবিকার ⚡ রাসায়নিক আবহবিকার ⚡ জৈবিক আবহবিকার ⚡ জারণ বা অক্সিডেশন ⚡ অঙ্গারযোজন বা কার্বোনেশন ⚡ শল্কমোচন বা এক্সফোলিয়েশন ⚡ তুষার খণ্ডীকরণ ⚡ দ্রবণ বা সলিউশন ⚡ হাইড্রেশন বা জলযোজন ⚡ হাইড্রোলিসিস বা আর্দ্রবিশ্লেষণ ⚡ ক্ষুদ্রকণা বিশরণ ⚡ পিণ্ডবিশরণ বা চৌকাকার বিচূর্ণীভবন ⚡ রেগোলিথ কী? ⚡ ড্রামলিন ⚡ হিমদ্রোণি বা হিমখাত ⚡ জলপ্রপাত ⚡ স্বাভাবিক বাঁধ ⚡ বদ্বীপ ⚡ প্লাবনভূমি ⚡ অবঘর্ষ ⚡ অশ্বক্ষুরাকৃতি হ্রদ ⚡ করি বা সার্ক ⚡ ঝুলন্ত উপত্যকা ⚡ গ্রাবরেখা ⚡ ইয়ার্দাং ⚡ জুগ্যান বা জুইগেন ⚡ হিমশৈল ⚡ বার্খান ⚡ ম...