🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
জৈবিক আবহবিকার
যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার বা বিচূর্ণীভবন ছাড়াও উদ্ভিদ ও প্রাণীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিলাখণ্ডকে চূর্ণবিচূর্ণ করে বিচূর্ণীভবন করে থাকে, একে জৈবিক আবহবিকার বলে। এখানে মনে রাখা দরকার যে, জৈবিক আবহবিকার হল যান্ত্রিক আবহবিকারেরই একটি বিশেষ রূপ।
জৈবিক আবহবিকারকে প্রধানত দু-ভাগে ভাগ করা হয়। যথা–
(ক) জৈব-যান্ত্রিক আবহবিকার এবং
(খ) জৈব রাসায়নিক আবহবিকার
(ক) জৈব-যান্ত্রিক আবহবিকার–
উদ্ভিদ ও প্রাণীর দ্বারা সংঘটিত হয়। শিলাস্তরের মধ্যে উদ্ভিদের শিকড় প্রবেশ করলে তা শিলাস্তরের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি করে এবং শিলাসমূহ আস্তেআস্তে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আবার কিছু প্রাণী রয়েছে যেমন—ইঁদুর, ছুঁচো, কেঁচো, খরগোশ প্রভৃতি শিলার মধ্যে গর্ত খুঁড়ে থাকে। এতে শিলাস্তর দুর্বল ও আলগা হয়ে আবহবিকার প্রাপ্ত হয়।
(খ) জৈব-রাসায়নিক আবহবিকার–
এই আবহবিকারে শিলাসমূহ রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে থাকে। যেমন—মস, লিচেন, শৈবাল প্রভৃতি ছোটোছোটো উদ্ভিদ শিলার উপরিভাগে জন্মে থাকলে তা বৃষ্টির জলে পচে গিয়ে হিউমাসের সৃষ্টি করে। এই হিউমাস আবার বৃষ্টির জলে হিউমিক অ্যাসিডে রূপান্তরিত হয়। শিলার মধ্যে অবস্থিত খনিজ এই অ্যাসিডের সংস্পর্শে এলে বিয়োজিত হয় এবং শিলা আবহবিকার প্রাপ্ত হয়।
আরও পড়ুন::
Comments
Post a Comment