দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
জৈবিক আবহবিকার
যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার বা বিচূর্ণীভবন ছাড়াও উদ্ভিদ ও প্রাণীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিলাখণ্ডকে চূর্ণবিচূর্ণ করে বিচূর্ণীভবন করে থাকে, একে জৈবিক আবহবিকার বলে। এখানে মনে রাখা দরকার যে, জৈবিক আবহবিকার হল যান্ত্রিক আবহবিকারেরই একটি বিশেষ রূপ।
জৈবিক আবহবিকারকে প্রধানত দু-ভাগে ভাগ করা হয়। যথা–
(ক) জৈব-যান্ত্রিক আবহবিকার এবং
(খ) জৈব রাসায়নিক আবহবিকার
(ক) জৈব-যান্ত্রিক আবহবিকার–
উদ্ভিদ ও প্রাণীর দ্বারা সংঘটিত হয়। শিলাস্তরের মধ্যে উদ্ভিদের শিকড় প্রবেশ করলে তা শিলাস্তরের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি করে এবং শিলাসমূহ আস্তেআস্তে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আবার কিছু প্রাণী রয়েছে যেমন—ইঁদুর, ছুঁচো, কেঁচো, খরগোশ প্রভৃতি শিলার মধ্যে গর্ত খুঁড়ে থাকে। এতে শিলাস্তর দুর্বল ও আলগা হয়ে আবহবিকার প্রাপ্ত হয়।
(খ) জৈব-রাসায়নিক আবহবিকার–
এই আবহবিকারে শিলাসমূহ রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে থাকে। যেমন—মস, লিচেন, শৈবাল প্রভৃতি ছোটোছোটো উদ্ভিদ শিলার উপরিভাগে জন্মে থাকলে তা বৃষ্টির জলে পচে গিয়ে হিউমাসের সৃষ্টি করে। এই হিউমাস আবার বৃষ্টির জলে হিউমিক অ্যাসিডে রূপান্তরিত হয়। শিলার মধ্যে অবস্থিত খনিজ এই অ্যাসিডের সংস্পর্শে এলে বিয়োজিত হয় এবং শিলা আবহবিকার প্রাপ্ত হয়।
আরও পড়ুন::
Comments
Post a Comment