পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জারণ বা অক্সিডেশন
শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের সংযোজনের ফলে শিলার যে আবহবিকার ঘটে, তাকে জারণ বা অক্সিডেশন বলে। যেসব শিলায় লোহার পরিমাণ বেশি সেখানে এই ধরনের আবহবিকার বেশি সংঘটিত হয়।
সাধারণভাবে লোহা যখন ‘ফেরাস অক্সাইড’ হিসাবে অবস্থান করে তা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন যুক্ত হলে লোহার উপরিভাগে হলুদ বা বাদামি রঙের একটি নতুন যৌগ পদার্থ তৈরি হয় এবং লোহা খুব সহজেই ক্ষয় পায়। যা লোহাকে ক্রমশ ক্ষয় করে দুর্বল করে তোলে।সেইজন্য যেসব শিলায় লোহার পরিমাণ বেশি থাকে জারণের ফলে সেইসব শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। জারণ প্রক্রিয়ায় ম্যাগনেটাইট জারিত হয়ে লিমোনাইট ও সাধারণ লোহা জারিত হয়ে আয়রন অক্সাইড বা হেমাটাইটে পরিণত হয়। জারণের ফলে মূল খনিজ ‘ফেরাস অক্সাইড’ ফেরিক অক্সাইডে পরিণত হয়ে ‘লিমোনাইট’-এর সৃষ্টি করে, যা সহজেই ভেঙে যায়। একই কারণে লোহার জিনিসে মরচে ধরলে তা সহজেই নষ্ট হয়ে যায়।
যথা–
4FeO(লোহা)+2H2O (জল)+O2 (অক্সিজেন)=2Fe2O33H2O (লিমোনাইট)
আরও পড়ুন::
Comments
Post a Comment