পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
হাইড্রেশন বা জলযোজন
শিলাস্তরের মধ্যে অবস্থিত কোনো খনিজ পদার্থের সঙ্গে জল যুক্ত হলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার ফলে খনিজ পদার্থটির আয়তন বৃদ্ধি পায় এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়ে খনিজটি বিয়োজিত হয়। এই প্রক্রিয়াকে জলযোজন বলে। কতকগুলি খনিজের জলশোষণ করার ক্ষমতা বেশি থাকে। শিলার মধ্যে অবস্থিত খনিজের অণুগুলির মধ্যে আগের মতো আর পারস্পরিক জোটবদ্ধতা বজায় থাকে না। এর ফলে শিলাসমূহের খনিজগুলি সহজেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় ও নমনীয় হয়ে পড়ে এবং আবহবিকারপ্রাপ্ত হয়। এই প্রক্রিয়ায় ক্যালশিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জিপসামের সৃষ্টি হয়।
CaSO4 (ক্যালশিয়াম সালফেট)+2H2O (জল)= CaSO4, 2H2O (জিপসাম)
আরও পড়ুন::
Comments
Post a Comment