নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
যান্ত্রিক আবহবিকার
বিভিন্ন প্রাকৃতিক শক্তি (নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি) বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান (উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি) ও জৈবশক্তির দ্বারা শিলারাশি যখন যান্ত্রিকভাবে চূর্ণবিচূর্ণ হয়ে মূল শিলাস্তরের ওপরেই অবস্থান করে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে।
যান্ত্রিক আবহবিকারের ফলে শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে মূল শিলার ওপরেই ছোটোছোটো খণ্ডে অবস্থান করে। এক্ষেত্রে শিলার শুধু ভৌত পরিবর্তন বা আকৃতিগত পরিবর্তন ঘটে, কোনো রাসায়নিক পরিবর্তন বা শিলার মধ্যের খনিজের আণবিক সজ্জার কোনো পরিবর্তন ঘটে না।
আর্দ্রতার অভাবে মরু অঞ্চলে রাসায়নিক আবহবিকার ঘটে না।
মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক হয়, কারণ–
(১) শিলা তাপের সুপারিবাহী না হওয়ায় উষ্ণ অঞ্চলে উষ্ণতার তারতম্যের ফলে শিলাস্তরের ক্রমাগত প্রসারণ ও সংকোচন ঘটে। দীর্ঘদিন ধরে প্রসারণ ও সংকোচনের ফলে শিলাস্তর ফেটে চূর্ণবিচূর্ণ হয়ে ছোটো ছোটো অংশে বিভক্ত হয়।
(২) অনেক সময় প্রখর সূর্যকিরণে উত্তপ্ত শিলা নীচের স্তরের থেকে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোসার মতো হয়ে যায়, একে শল্কমোচন বলে।
(৩) মরুভূমি অঞ্চলে সূর্যের প্রচণ্ড তাপে মোটা দানাযুক্ত শিলা ভীষণ শব্দ করে ফেটে যায়, একে ক্ষুদ্রকণা বিশরণ বলে। এ সবই যান্ত্রিক আবহবিকারের উদাহরণ।
প্রধানত শীতল ও উষ্ণ মরু ও মরুপ্রায় অঞ্চলে যেখানে দৈনিক উষ্ণতার প্রসর বেশি সেখানে যান্ত্রিক আবহবিকার বেশি সংঘটিত হয়।
আরও পড়ুন::
Comments
Post a Comment