পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
হাইড্রোলিসিস বা আর্দ্রবিশ্লেষণ
জলের অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। বিয়োজিত জলের এই আয়নের সঙ্গে শিলা গঠনকারী খনিজের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের বিক্রিয়া ও আয়ন বিনিময়কে হাইড্রোলিসিস বা আর্দ্রবিশ্লেষণ বলে। প্রধানত ফেলসপার ও অভ্রের ওপর এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকরী হয়। যথা—
অর্থোক্লেজ ফেলসপার + জল = অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড + পটাশিয়াম হাইড্রক্সাইড
আরও পড়ুন::
Comments
Post a Comment