শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
জীবনবিজ্ঞান>>সংবহন
👉প্রশ্ন ১
হৃৎপিণ্ডের পেসমেকার বলে —
( a ) A - V - নােডকে
( b ) বাণ্ডিল অফ হিজকে
( c ) S - A - নােডকে
( d ) পারকিনজি তন্তুকে
উত্তর।।
হৃৎপিণ্ডের পেসমেকার বলে S - A - নােডকে ।
👉প্রশ্ন ২
জন্মের পর লালঅস্থিমজ্জার হিমােসাইটোব্লাস্ট কোশ থেকে উৎপন্ন হয় —
( a ) WBC
( b ) RBC
( c ) অণুচক্রিকা
( d ) রক্তরস
উত্তর।।
জন্মের পর লালঅস্থিমজ্জার হিমােসাইটোব্লাস্ট কোশ থেকে RBC উৎপন্ন হয় ।
👉প্রশ্ন ৩
ABO ' পদ্ধতির আবিষ্কারক -
( a ) ল্যান্ড স্টেইনার
( b ) ল্যান্ড স্টেইনার ও উইনার
( c ) হার্ভে
( d ) ম্যালপিঘি
উত্তর।।
ABO পদ্ধতির আবিষ্কারক ল্যান্ড স্টেইনার ।
👉প্রশ্ন ৪
মানবদেহের সবচেয়ে বড়াে লসিকা গ্রন্থিটি হল -
( a ) টনসিল
( b ) প্যালাটাইন টনসিল
( c ) প্লীহা
( d ) থাইমাস
উত্তর।।
মানবদেহের সবচেয়ে বড়াে লসিকা গ্রন্থিটি হল প্লীহা।
👉প্রশ্ন ৫
অনাক্রমতায় সাহায্যকারী রক্তকণিকাটি হল-
( a ) ইওসিনােফিল
( b ) বেসােফিল
( c ) RBC
( d ) লিম্ফোসাইট
উত্তর।।
অনাক্রমতায় সাহায্যকারী রক্তকণিকাটি হল লিম্ফোসাইট ।
👉প্রশ্ন ৬
বাস্পমোচনের হার নির্ণয়ের যন্ত্রটির নাম -
( a ) পােরােমিটার
( b ) পােটোমিটার
( c ) গ্যানং পােটোমিটার
( d ) পােটেনশিওমিটার
উত্তর।।
বাস্পমােচনের হার নির্ণয়ের যন্ত্রটির নাম হল গ্যানং পােটোমিটার।
👉প্রশ্ন ৭
সমজাতীয় পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে বলে —
( a ) অসমসংযােগ বল
( b ) আকর্ষণ বল
( c ) সমসংযােগ বল
( d ) বিকর্ষণ বল
উত্তর।।
সমজাতীয় পদার্থের অণুর মধ্যেকার আকর্ষণ বলকে বলে সমসংযােগ বল।
👉প্রশ্ন ৮
ফ্লোয়েম তন্তুকে বলে-
( a ) কাস্টিক তন্ত
( b ) বাস্ট তন্তু
( c ) ট্রাকীড তন্তু
( d ) লিব্রিফর্ম তন্তু
উত্তর।।
ফ্লোয়েম তন্তুকে বলে বাস্ট তন্তু ।
👉প্রশ্ন ৯
সর্বাধিক পরিমাণ বাষ্পমােচন ঘটে —
( a ) লেন্টিসেল দ্বারা
( b ) পত্ররন্দ্র দ্বারা
( c ) কিউটিকল দ্বারা
( d ) জলরন্ধ দ্বারা
উত্তর।।
সর্বাধিক পরিমাণ বাষ্পমােচন ঘটে পত্ররন্দ্র দ্বারা।
👉প্রশ্ন ১০
অভিস্রবণে কোন পর্দার প্রয়ােজন আবশ্যিক ?
( a ) অভেদ্য পর্দা
( b ) ভেদ্য পর্দা
( c ) অর্ধভেদ্য পর্দা
( d ) প্রভেদক ভেদ্য পর্দা
উত্তর।।
অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়ােজন আবশ্যিক ।

Comments
Post a Comment