🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ হৃৎচক্রের ইভেন্টস বা ঘটনাগুলি কী ? উত্তর: হৃৎচক্রের ঘটনাগুলি হল— (i) অলিন্দের সংকোচন, (ii) অলিন্দের প্রসারণ, (iii) নিলয়ের সংকোচন, (iv) নিলয়ের প্রসারণ। প্রশ্ন:২ ব্রাডিকার্ডিয়া কাকে বলে ? উত্তর: হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অপেক্ষা কমে গেলে (প্রতি মিনিটে 60 বারের কম) তাকে ব্রাডিকার্ডিয়া বলে।