বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবনবিজ্ঞান MCQs>>সালোকসংশ্লেষ সেট ৩
👉প্রশ্ন ১
সালোকসংশ্লেষ এর অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যৌগ টি হলো -
(a) PGA
(b) গ্লুকোজ
(c) PGALd
(d) প্রোটিন
উত্তর (a)
👉প্রশ্ন ২
ক্লোরোফিল কে সক্রিয় করে -
(a) কোয়ান্টা
(b) ফোটন কণা
(c) ADP
(d) NADP
উত্তর (b)
👉প্রশ্ন ৩
বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষ ভালো হয় ?
(a) লাল ও নীল
(b) নীল ও বেগুনি
(c) লাল ও হলুদ
(d) হলুদ ও নীল
উত্তর (a)
👉প্রশ্ন ৪
এক গ্রাম অনু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমান -
(a) ৬৮৬ cal
(b) ৬৮৬ k.cal
(c) ৭.৩ k.cal
(d) ৭.৩ cal
উত্তর (b)
👉প্রশ্ন ৫
সালোকসংশ্লেষ এ CO২ বিজারিত হয় -
(a) আলোক দশায়
(b) অন্ধকার দশায়
(c) ফটোলাইসিসে
(d) গ্লাইকোলাইসিসে
উত্তর (b)
👉প্রশ্ন ৬
সালোকসংশ্লেষ এ সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেন এর উৎস -
(a) NO২
(b) CO২
(c) H২O
(d) SO২
উত্তর (b)
👉প্রশ্ন ৭
ADP ও pi এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে -
(a) ফসফোরাইলেশন
(b) ডিফসফোরাইলেশন
(c) কার্বোক্সিলেশন
(d) ডিকার্বোক্সিলেশন
উত্তর (a)
👉প্রশ্ন ৮
পরাশ্রয়ী উদ্ভিদের জলশোষণকারী অঙ্গটি হলো -
(a) মূলরোম
(b) ভেলমেন
(c) পরাশ্রয়ী মূল
(d) হস্টোরিয়া
উত্তর (b)
👉প্রশ্ন ৯
সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে -
(a) গ্লাইকোজেন রূপে
(b) স্টার্চ রূপে
(c) ফ্যাট রূপে
(d) তেল রূপে
উত্তর (b)
👉প্রশ্ন ১০
সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ হলো -
(a) গ্লুকোজ ও O২
(b) CO২ ও H২O
(c) কোহল ও CO২
(d) শর্করা ও CO২
উত্তর (a)

Comments
Post a Comment