নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞান MCQs>>সালোকসংশ্লেষ সেট ৩
👉প্রশ্ন ১
সালোকসংশ্লেষ এর অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যৌগ টি হলো -
(a) PGA
(b) গ্লুকোজ
(c) PGALd
(d) প্রোটিন
উত্তর (a)
👉প্রশ্ন ২
ক্লোরোফিল কে সক্রিয় করে -
(a) কোয়ান্টা
(b) ফোটন কণা
(c) ADP
(d) NADP
উত্তর (b)
👉প্রশ্ন ৩
বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষ ভালো হয় ?
(a) লাল ও নীল
(b) নীল ও বেগুনি
(c) লাল ও হলুদ
(d) হলুদ ও নীল
উত্তর (a)
👉প্রশ্ন ৪
এক গ্রাম অনু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমান -
(a) ৬৮৬ cal
(b) ৬৮৬ k.cal
(c) ৭.৩ k.cal
(d) ৭.৩ cal
উত্তর (b)
👉প্রশ্ন ৫
সালোকসংশ্লেষ এ CO২ বিজারিত হয় -
(a) আলোক দশায়
(b) অন্ধকার দশায়
(c) ফটোলাইসিসে
(d) গ্লাইকোলাইসিসে
উত্তর (b)
👉প্রশ্ন ৬
সালোকসংশ্লেষ এ সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেন এর উৎস -
(a) NO২
(b) CO২
(c) H২O
(d) SO২
উত্তর (b)
👉প্রশ্ন ৭
ADP ও pi এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে -
(a) ফসফোরাইলেশন
(b) ডিফসফোরাইলেশন
(c) কার্বোক্সিলেশন
(d) ডিকার্বোক্সিলেশন
উত্তর (a)
👉প্রশ্ন ৮
পরাশ্রয়ী উদ্ভিদের জলশোষণকারী অঙ্গটি হলো -
(a) মূলরোম
(b) ভেলমেন
(c) পরাশ্রয়ী মূল
(d) হস্টোরিয়া
উত্তর (b)
👉প্রশ্ন ৯
সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে -
(a) গ্লাইকোজেন রূপে
(b) স্টার্চ রূপে
(c) ফ্যাট রূপে
(d) তেল রূপে
উত্তর (b)
👉প্রশ্ন ১০
সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ হলো -
(a) গ্লুকোজ ও O২
(b) CO২ ও H২O
(c) কোহল ও CO২
(d) শর্করা ও CO২
উত্তর (a)
Comments
Post a Comment