সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কোন রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে (বাধ্য/বাধ্য নয় )।
👉উত্তর:
বাধ্য নয়।
✔️প্রশ্ন:২
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
৫৪ জন।
✔️প্রশ্ন:৩
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত ?
👉উত্তর:
দুই বছরের জন্য।
✔️প্রশ্ন:৪
আন্তর্জাতিক আদালত গঠিত হয় (১০/১৫/২০) জন বিচারপতি নিয়ে।
👉উত্তর:
১৫ জন।
✔️প্রশ্ন:৫
সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি প্রধান সংস্থা রয়েছে ?
👉উত্তর:
ছয়টি।
✔️প্রশ্ন:৬
অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ (২/৩/৫) বছর।
👉উত্তর:
৩ বছর।
✔️প্রশ্ন:৭
বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
১৯২ টি।
✔️প্রশ্ন:৮
অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচিত করেন (সাধারণ সভা/নিরাপত্তা পরিষদ)।
👉উত্তর:
সাধারণ সভা।
✔️প্রশ্ন:৯
নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
👉উত্তর:
নিউ ইয়র্ক।
✔️প্রশ্ন:১০
নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
৫ টি।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৩[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৫[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment