সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
রাজ্যসভা সবচেয়ে বেশি কতজন সদস্য নিয়ে গঠিত ?
👉উত্তর:
অনধিক ২৫০ জন সদস্য নিয়ে।
✔️প্রশ্ন:২
রাজ্য সভার সদস্যের কমপক্ষে কত বয়স হতে হবে ?
👉উত্তর:
৩০ বছর।
✔️প্রশ্ন:৩
কেন্দ্রে অর্ডিন্যান্স জারী করার ক্ষমতা কার হাতে ন্যাস্ত।
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৪
ভারতের সুপ্রীম কোর্ট কতজন বিচারপতি নিয়ে গঠিত ?
👉উত্তর:
১ জন প্রধান বিচারপতি ২৫ জন সহবিচারপতি মােট ২৬ জন বিচারপতি নিয়ে গঠিত।
✔️প্রশ্ন:৫
রাষ্ট্রপতি নির্বাচনে আইন সভার মনােনীত সদস্যরা অংশগ্রহণ করতে পারেন কি ?
👉উত্তর:
না পারেন না।
✔️প্রশ্ন:৬
ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে ?
👉উত্তর:
সুপ্রীমকোর্ট।
✔️প্রশ্ন:৭
কেন্দ্রীয় রাষ্ট্র কৃত্যক কমিশনের সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
মােট ৯ জন।
✔️প্রশ্ন:৮
লােকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে ?
👉উত্তর:
২৫ বছর।
✔️প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ?
👉উত্তর:
এক কক্ষ বিশিষ্ট।
✔️প্রশ্ন:১০
সংবিধানের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
👉উত্তর:
লােকসভার স্পীকার।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ২[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment