সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
ভারতের রাষ্ট্রপতি কোন বিলে স্বাক্ষর দিতে বাধ্য ?
👉উত্তর:
অর্থবিলে।
✔️প্রশ্ন:২
ভারতের লােকসভার স্পীকারকে কে নির্বাচন করেন ?
👉উত্তর:
লােকসভার সদস্যরা।
✔️প্রশ্ন:৩
ভারতীয় শাসনব্যবস্থা কি প্রকৃতির ?
👉উত্তর:
সংসদীয়।
✔️প্রশ্ন:৪
লােকসভার নেতা বা নেত্রী কাকে বলা হয় ?
👉উত্তর:
প্রধানমন্ত্রী।
✔️প্রশ্ন:৫
ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
👉উত্তর:
উপরাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৬
‘সমকক্ষদের মধ্যে অগ্রগণ্য’ কাকে বলা হয় ?
👉উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী।
✔️প্রশ্ন:৭
ভারতের লােকসভায় সভাপতিত্ব কে করেন ?
👉উত্তর:
লােকসভার স্পীকার।
✔️প্রশ্ন:৮
অর্থবিল পার্লামেন্টের কোন কক্ষে উপস্থাপিত হতে পারে ?
👉উত্তর:
লােকসভায়।
✔️প্রশ্ন:৯
ভারতের শাসনব্যবস্থায় প্রকৃত প্রধান কে ?
👉উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী।
✔️প্রশ্ন:১০
ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারী করতে পারেন ?
👉উত্তর:
পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৩[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৫[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment