সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
রাজ্য প্রশাসন ব্যবস্থার সর্বনিম্ন এককের নাম কি ?
👉উত্তর:
ব্লক।
✔️প্রশ্ন:২
জেলা প্রশাসনের প্রধান (স্বরাষ্ট্র সচিব/জেলাশাসক)।
👉উত্তর:
জেলাশাসক।
✔️প্রশ্ন:৩
রাজ্যপাল রাজ্য আইন সভায় কত জনকে মনােনিত করতে পারেন ?
👉উত্তর:
১ জনকে।
✔️প্রশ্ন:৪
ভারতের স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন (রাষ্ট্রপতি/রাজ্যপাল/মুখ্যমন্ত্রী)।
👉উত্তর:
রাজ্যপাল।
✔️প্রশ্ন:৫
রাজ্য মন্ত্রী সভার বৈঠকে কে সভাপতিত্ব করেন ?
👉উত্তর:
মুখ্যমন্ত্রী।
✔️প্রশ্ন:৬
রাজ্য বিধান সভায় সভাপতিত্ব করেন (স্পীকার/মুখ্যমন্ত্রী)।
👉উত্তর:
স্পীকার।
✔️প্রশ্ন:৭
রাজ্যপাল মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির মৃত্যুদণ্ড মকুব করতে (পারেন/পারেন না)।
👉উত্তর:
পারেন না।
✔️প্রশ্ন:৮
পশ্চিমবঙ্গের আইনসভার দ্বিতীয় কক্ষটি কবে বিলােপ করা হয়েছে ?
👉উত্তর:
১৯৬৯ সালে।
✔️প্রশ্ন:৯
বিধান সভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কতদিন ব্যবধান থাকতে পারে ?
👉উত্তর:
ছয় মাস।
✔️প্রশ্ন:১০
পশ্চিমবঙ্গের পুলিশ অধিকারী পদের প্রশিক্ষণ কোথায় দেওয়া হয় ?
👉উত্তর:
ব্যারাকপুরে অবস্থিত পুলিশ ট্রেনিং কলেজে।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৪[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৬[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment