সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
পশ্চিমবঙ্গের পৌর সভাগুলি (৩/৪/৫) শ্রেণীর।
👉উত্তর:
৫ শ্রেণীর।
✔️প্রশ্ন:২
জাতিপুঞ্জের মূল অঙ্গ কয়টি ?
👉উত্তর:
৬ টি।
✔️প্রশ্ন:৩
পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত (আছে/নেই)।
👉উত্তর:
নেই।
✔️প্রশ্ন:৪
জেলা প্রশাসনের প্রধান পদের নাম কি ?
👉উত্তর:
জেলাশাসক।
✔️প্রশ্ন:৫
কাউন্সিলের পদপ্রার্থীকে কমপক্ষে (১৮/২১/২৫) বছরের হতে হয়।
👉উত্তর:
২১ বছর।
✔️প্রশ্ন:৬
সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরী প্রতিষ্ঠানটির নাম কি ?
👉উত্তর:
জাতিসংঘ বা লীগ অফ নেশনস।
✔️প্রশ্ন:৭
একই ব্যক্তি একই সময়ে পঞ্চায়েতের একাধিক স্তরের সদস্য হতে (পারেন/পারেন না)।
👉উত্তর:
পারেন।
✔️প্রশ্ন:৮
সম্মিলিত জাতিপুঞ্জদের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয় ?
👉উত্তর:
সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত হয়।
✔️প্রশ্ন:৯
পৌরসভা সর্বাধিক (২০/৩০/৪০) সদস্য নিয়ে গঠিত।
👉উত্তর:
৩০ জন।
✔️প্রশ্ন:১০
গ্রাম সভার বার্ষিক অধিবেশন হয় (ডিসেম্বর/নভেম্বর) মাসে।
👉উত্তর:
ডিসেম্বর।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৩[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment