পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
জেলা পরিষদের প্রধানকে কি বলে ?
👉উত্তর:
সভাধিপতি।
✔️প্রশ্ন:২
কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ?
👉উত্তর:
৫ জন থেকে ৩০ জন সদস্য নিয়ে।
✔️প্রশ্ন:৩
বিধান সভার কমিটি গুলির সভাপতিগণ (মুখ্যমন্ত্রী/স্পীকারের দ্বারা) নিযুক্ত হন।
👉উত্তর:
স্পীকারের দ্বারা।
✔️প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গে পৌর বিল কবে পাশ হয় ?
👉উত্তর:
১৯৯৩ সালে এবং কার্যকর হয় ১৯৯৪ সালে।
✔️প্রশ্ন:৫
কতদিন অন্তর গ্রাম পঞ্চায়েতের সভা হয় ?
👉উত্তর:
মাসে অন্তত একবার।
✔️প্রশ্ন:৬
কোলকাতা কর্পোরেশনের প্রধানকে কি বলা হয় ?
👉উত্তর:
মেয়র।
✔️প্রশ্ন:৭
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর ?
👉উত্তর:
৩ টি।
✔️প্রশ্ন:৮
পৌর সভার সদস্যদের কি বলা হয় ?
👉উত্তর:
কাউন্সিলার।
✔️প্রশ্ন:৯
পঞ্চায়েতের কটি সভায় অনুপস্থিত থাকলে কোন সদস্যের সদস্য পদ বাতিল হয় ?
👉উত্তর:
পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে।
✔️প্রশ্ন:১০
পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলে ?
👉উত্তর:
সভাপতি।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১২[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৪[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment