নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?
👉উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী।
✔️প্রশ্ন:২
ভারতের রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারী করার ক্ষমতা (আছে/নেই)।
👉উত্তর:
আছে।
✔️প্রশ্ন:৩
ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া কোন বিল লােকসভায় উত্থাপন করা যায় না ?
👉উত্তর:
অর্থবিল।
✔️প্রশ্ন:৪
ভারতবর্ষের সামরিক বাহিনীর প্রধান কে ?
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৫
ভারতের রাষ্ট্রপতির কয় ধরনের জরুরী ক্ষমতা আছে ?
👉উত্তর:
তিন ধরনের।
✔️প্রশ্ন:৬
ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় কয় ধরনের মন্ত্রী থাকেন ?
👉উত্তর:
তিন ধরনের। ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রী।
✔️প্রশ্ন:৭
রাষ্ট্রপতি রাজ্য সভায় কতজন সদস্য মনােনীত করতে পারেন ?
👉উত্তর:
১২ জন।
✔️প্রশ্ন:৮
রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র পেশ করেন ?
👉উত্তর:
উপরাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৯
ভারতের যুদ্ধ ঘােষণা কে করেন ?
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:১০
লােকসভায় কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনােনীত করতে পারেন ?
👉উত্তর:
২ জন।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৬[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৮[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment