বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
নিরাপত্তা পরিষদে ভােট প্রয়ােগের অধিকারী কারা ?
👉উত্তর:
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।
✔️প্রশ্ন:২
ভারতের শাসন বিভাগের সর্বোচ্চ প্রধান কে ?
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৩
আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত ?
👉উত্তর:
১৫ জন বিচারপতি নিয়ে গঠিত।
✔️প্রশ্ন:৪
শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কাদের বলে ?
👉উত্তর:
সরকারের স্থায়ী কর্মচারীদের।
✔️প্রশ্ন:৫
সাধারণ সভার অধিবেশন কবে হয় ?
👉উত্তর:
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
✔️প্রশ্ন:৬
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কয় বছরের জন্য নির্বাচিত হন ?
👉উত্তর:
দুই বছরের জন্য নির্বাচিত হন।
✔️প্রশ্ন:৭
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ?
👉উত্তর:
মন্তেস্কু।
✔️প্রশ্ন:৮
ভারতীয় যুক্তরাষ্ট্রে কয়টি অঙ্গরাজ্য আছে ?
👉উত্তর:
২৮ টি।
✔️প্রশ্ন:৯
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
৫৪ জন।
✔️প্রশ্ন:১০
কোন সভা বিশ্ব নাগরিক সভা নামে পরিচিত ?
👉উত্তর:
সাধারণ সভা।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৮[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১০[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment