নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
নিরাপত্তা পরিষদে ভােট প্রয়ােগের অধিকারী কারা ?
👉উত্তর:
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।
✔️প্রশ্ন:২
ভারতের শাসন বিভাগের সর্বোচ্চ প্রধান কে ?
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৩
আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত ?
👉উত্তর:
১৫ জন বিচারপতি নিয়ে গঠিত।
✔️প্রশ্ন:৪
শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কাদের বলে ?
👉উত্তর:
সরকারের স্থায়ী কর্মচারীদের।
✔️প্রশ্ন:৫
সাধারণ সভার অধিবেশন কবে হয় ?
👉উত্তর:
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
✔️প্রশ্ন:৬
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কয় বছরের জন্য নির্বাচিত হন ?
👉উত্তর:
দুই বছরের জন্য নির্বাচিত হন।
✔️প্রশ্ন:৭
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ?
👉উত্তর:
মন্তেস্কু।
✔️প্রশ্ন:৮
ভারতীয় যুক্তরাষ্ট্রে কয়টি অঙ্গরাজ্য আছে ?
👉উত্তর:
২৮ টি।
✔️প্রশ্ন:৯
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
৫৪ জন।
✔️প্রশ্ন:১০
কোন সভা বিশ্ব নাগরিক সভা নামে পরিচিত ?
👉উত্তর:
সাধারণ সভা।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৮[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১০[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment