🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
নিরাপত্তা পরিষদে ভােট প্রয়ােগের অধিকারী কারা ?
👉উত্তর:
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।
✔️প্রশ্ন:২
ভারতের শাসন বিভাগের সর্বোচ্চ প্রধান কে ?
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৩
আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত ?
👉উত্তর:
১৫ জন বিচারপতি নিয়ে গঠিত।
✔️প্রশ্ন:৪
শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কাদের বলে ?
👉উত্তর:
সরকারের স্থায়ী কর্মচারীদের।
✔️প্রশ্ন:৫
সাধারণ সভার অধিবেশন কবে হয় ?
👉উত্তর:
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
✔️প্রশ্ন:৬
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কয় বছরের জন্য নির্বাচিত হন ?
👉উত্তর:
দুই বছরের জন্য নির্বাচিত হন।
✔️প্রশ্ন:৭
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ?
👉উত্তর:
মন্তেস্কু।
✔️প্রশ্ন:৮
ভারতীয় যুক্তরাষ্ট্রে কয়টি অঙ্গরাজ্য আছে ?
👉উত্তর:
২৮ টি।
✔️প্রশ্ন:৯
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
৫৪ জন।
✔️প্রশ্ন:১০
কোন সভা বিশ্ব নাগরিক সভা নামে পরিচিত ?
👉উত্তর:
সাধারণ সভা।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৮[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১০[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment