সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
ভারতের রাষ্ট্রপতি (প্রত্যক্ষভাবে/পরােক্ষভাবে) নির্বাচিত হন।
👉উত্তর:
পরােক্ষভাবে।
✔️প্রশ্ন:২
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে গঠিত (হয়/হয় না)।
👉উত্তর:
হয়।
✔️প্রশ্ন:৩
মন্ত্রীসভা লােকসভার কাজে (দায়িত্বশীল/দায়িত্বশীল নয়)।
👉উত্তর:
দায়িত্বশীল।
✔️প্রশ্ন:৪
রাজ্যসভার চেয়ারম্যন পদটির দায়িত্ব কে পালন করেন ?
👉উত্তর:
উপরাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৫
বিচার বিভাগ আইনের ব্যাখ্যা (করে/করে না)।
👉উত্তর:
করে।
✔️প্রশ্ন:৬
রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কে দায়িত্ব পালন করেন ?
👉উত্তর:
উপরাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৭
সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারী করতে পারে ?
👉উত্তর:
শাসন বিভাগ।
✔️প্রশ্ন:৮
নিরাপত্তা পরিষদের মােট সদস্য (১০/১৫/১৮)।
👉উত্তর:
১৫।
✔️প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ?
👉উত্তর:
তিনটি।
✔️প্রশ্ন:১০
ভারতীয় রাষ্ট্রপতির অপসারনের পদ্ধতিটির নাম লেখ।
👉উত্তর:
‘ইমপিচমেন্ট’।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ২[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ৪[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment