WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ নিম্নলিখিত কোন্ জোড়াটি সঠিক নয় ? (a) ডায়াটমস–সিলিকা সেল, বক্সলাইক, সােনালি বাদামি (গােল্ডেন ব্রাউন) (b) ইউগ্লিনয়েডস–ফ্লাজেলা, পেলিকল, আই স্পট (c) প্যারামিসিয়াম–সিলিয়া, ক্যালসিয়াম কার্বনেট সেল, গালেট (d) ফোরামিনিফেরান–টেস্ট, সিউডােপড, ডাইজেস্টিভ ভ্যাকুওল উত্তর: C প্রশ্ন:২ ম্যালেরিয়ার পরজীবীতে, ঊসিস্ট গঠিত হয়— (a) মানুষের এরিথ্রোসাইটে (b) মানুষের যকৃতে (c) স্ত্রী মশকীর পাকস্থলীর গাত্রে (d) স্ত্রী মশকীর রক্তে উত্তর: C