WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
নিম্নলিখিত ব্যাকটেরিয়ার কোন্ চরিত্র হল উদ্ভিদেরও চরিত্র ?
(a) হেটারােট্রপিক পুষ্টি
(b) প্রােক্যারিওটিক গঠন
(c) ফ্ল্যাজেলার উপস্থিতি
(d) দৃঢ় কোশপ্রাচীর
উত্তর: D
প্রশ্ন:২
প্লাসমিড প্রকৃত পক্ষে—
(a) ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার DNA
(b) ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু
(c) ভাইরাসের অতিরিক্ত DNA
(d) ভাইরাসের নিউক্লিয় বস্তু
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোন্ শাখার সাহায্যে ব্যাকটেরিয়া পােষক দেহে যুক্ত থাকে ?
(a) থাইলাকয়েড
(b) মেসােজোম
(c) পিলি
(d) স্পাইরিলা
উত্তর: C
প্রশ্ন:৪
মেসােজোমে যে শ্বাস উৎসেচক থাকে তার নাম—
(a) রিডাকাটেজ
(b) সাইক্রোম অক্সিডেজ
(c) পারঅক্সিডেজ
(d) অক্সিজিনেজ
উত্তর: B
প্রশ্ন:৫
‘প্রােফাজ’ হল—
(a) ভাইরাস DNA
(b) ভাইরাস RNA
(c) ভাইরাস ও ব্যাকটেরিয়াল DNA-র সমন্বয়
(d) ব্যাকটেরিয়াল DNA
উত্তর: C
প্রশ্ন:৬
ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের উপাদান হল—
(a) পলিস্যাকারাইড
(b) ক্যাপসিড
(c) প্রােটিন
(d) মিউকোপেপটাইড
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ আর্কিয়া সমুদ্রগর্ভে বসবাস করে—
(a) থার্মোঅ্যাসিডােফিল
(b) হ্যালােফিল
(c) মিথেনােজেন
(d) পরজীবী
উত্তর: B
প্রশ্ন:৮
‘ট্রান্সডাকশন’ হল—
(a) ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন
(b) ব্যাকটেরিয়ার অযৌন জনন
(c) ব্যাকটেরিয়ার যৌন জনন
(d) ভাইরাসের যৌন জনন
উত্তর: C
প্রশ্ন:৯
যে সকল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জৈব মূলক, শক্তির ভাণ্ডার এবং কার্বনের উৎস রূপে ব্যবহৃত হয়, তাদের বলা হয়—
(a) কেমােহেটারােট্রপস
(b) কেমােঅটোট্রপস
(c) ফটোহেটারােট্রপস
(d) ফটোঅটোট্রপস
উত্তর: A
প্রশ্ন:১০
কিছু ব্যাকটেরিয়া মিথােজীবীয় রূপে উন্নত উদ্ভিদের মূলের নােডিউলে থাকে। ওই সকল ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ কাজ হল—
(a) কার্বনচক্র গঠন
(b) নাইট্রোজেন চক্র গঠন
(c) জলচক্র গঠন
(d) অক্সিজেন
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১০[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১২[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment