WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
লিনিয়াস বিখ্যাত কারণ—
(a) Law of limiting factors
(b) Law of dominance
(c) Binomial system of nomenclature
(d) Natural Selection
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি নিজ পুষ্টিরস হাইফার মাধ্যমে শােষণ করে ?
(a) প্রােটিস্টা
(b) ছত্রাক
(c) প্রাণী
(d) উদ্ভিদ
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি প্রাণীদেহে দেখা যায় না ?
(a) কোশপ্রাচীর
(b) রাইবােজোম
(c) প্লাজমা পর্দা
(d) মাইটোকন্ড্রিয়া
উত্তর: A
প্রশ্ন:৪
ফাইলােজেনি বর্ণনা করে, প্রজাতির—
(a) বিবর্তনের ইতিহাস
(b) ভৌগােলিক অবস্থান
(c) শারীরিক সাদৃশ্যতা
(d) জননগত ভূমিকা
উত্তর: A
প্রশ্ন:৫
প্রত্যেক মনেরার ক্ষেত্রে—
(a) E.R. থাকে না
(b) DNA এবং RNA থাকে
(c) নিউক্লিও পর্দা দ্বারা DNA আবৃত থাকে না
(d) প্রত্যেকটি
উত্তর: D
প্রশ্ন:৬
শৈবাল ও ছত্রাকের মধ্যে প্রধান পার্থক্য—
(a) হস্টোরিয়া
(b) ক্লোরােপ্লাস্ট
(c) সেলুলোজযুক্ত কোশপ্রাচীর
(d) b ও c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটি প্রাণী রাজ্যের বৈশিষ্ট্য নয় ?
(a) বহুকোশী
(b) ইউক্যারিওটিক কোশ যার কোশপ্রাচীর থাকে না
(c) সঞ্চয়ী পদার্থ হল স্টার্চ
(d) প্রত্যেকটি
উত্তর: C
প্রশ্ন:৮
ব্যাকটেরিয়া হল—
(a) আদি নিউক্লিয়াস যুক্ত জীব
(b) পরজীবী
(c) নাইট্রোজেন আবদ্ধকারী
(d) প্রত্যেকটি
উত্তর: D
প্রশ্ন:৯
নিম্নলিখিত কার ক্ষেত্রে কোশপ্রাচীর দেখা যায় না ?
(a) উদ্ভিদরাজ্য
(b) প্রাণীরাজ্য
(c) মনেরা
(d) ছত্রাক
উত্তর: B
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোন্ জীবে সালােকসংশ্লেষ ঘটে ?
(a) প্রাণী
(b) উদ্ভিদ
(c) ছত্রাক
(d) প্রােটিস্টা
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৬[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৮[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment