নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটি তুমি মনে করাে যে—ফারমেনটেশন বা সন্ধনের শেষ বস্তু কার্বন ডাইঅক্সাইড কেন পাঁউরুটি তৈরি কারখানায় ব্যবহৃত হয় ?
(a) হালকা করার জন্য
(b) পাউরুটিকে রঙ দেবার জন্য
(c) পাঁউরুটিতে স্বাদ আনতে
(d) নির্দিষ্ট আকৃতি আনতে
উত্তর: A
প্রশ্ন:২
কিছু সংখ্যক কলেজ ছাত্র মাশরুম, হাম এবং পাইনাপেল দেওয়া পিজা আনালাে, ঐ পিজার মাশরুমটি নিম্নলিখিত কোন্ রাজ্যভুক্ত ?
(a) প্রােটিস্টা
(b) উদ্ভিদ
(c) ছত্রাক
(d) প্রাণী
উত্তর: C
প্রশ্ন:৩
বিয়ােজকরা নিম্নলিখিত কোন্ পুষ্টি পদ্ধতিকে অনুসরণ করে ?
(a) প্যারাসাইটিক/পরজীবী
(b) স্যাপ্রােফাইটিক
(c) ইনজেসন
(d) a এবং b উভয়েই
উত্তর: B
প্রশ্ন:৪
স্যাক ছত্রাক দ্বারা তৈরি অযৌন রেণুকে বলে—
(a) কনিডিয়াম
(b) অ্যাসকোম্পাের
(c) ব্যাসিডিওস্পাের
(d) হাইফা
উত্তর: A
প্রশ্ন:৫
লাইকেনে ছত্রাক সহযােগী পর্বটি হল—
(a) জাইগােমাইকোটিনা
(b) অ্যাসকোমাইকোটিনা
(c) ব্যাসিডিওমাইকোটিনা
(d) ডিউটেরােমাইকোটিনা
উত্তর: B
প্রশ্ন:৬
ছত্রাকের সংজ্ঞায় নিম্নলিখিত কোনটি সঠিক নয় ?
(a) প্রাণী গ্রহণের দিক থেকে, সেখানে ছত্রাক শােষণের দিক থেকে হেটারােট্রপিক
(b) উদ্ভিদ কোশপ্রাচীর সেলুলােজ, যেখানে ছত্রাক কোশপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত
(c) ছত্রাক শক্তি সঞ্চয় করে স্টার্চ রূপে যেখানে প্রাণী শক্তি সঞ্চয় করে গ্লাইকোজেন রূপে
(d) জীবনের সফল পর্যায়ে ছত্রাকের ফ্লাজেলা থাকে না, সকল প্রােটিস্টদের এক পর্যায়ে ফ্লাজেলা থাকে
উত্তর: C
প্রশ্ন:৭
কোন্ ধরনের ছত্রাক পাঁউরুটি প্রস্তুতিতে সহায়ক ?
(a) Rhizopus stolonifer
(b) Saccharomyces cerevisiae
(c) Zygosacchoneney octosporus
(d) Penicillium notatum
উত্তর: B
প্রশ্ন:৮
স্যাক ছত্রাক দ্বারা তৈরি যৌন রেণুকে বলে—
(a) মাইসেলিয়াম
(b) কনিডিয়াম
(c) অ্যাসকোস্পোর
(d) ব্যাসিডিওস্পাের
উত্তর: C
প্রশ্ন:৯
স্যাপ্রােবিক ছত্রাকরা নিজেদের পরিপােষক সংগ্রহ করে—
(a) মৃত জৈবিক উপাদান
(b) শাখামূল
(c) জীবন্ত জীব
(d) a এবং b উভয়ই
উত্তর: A
প্রশ্ন:১০
মাইকোলজিস্টরা কোন ধরনের গবেষণায় যুক্ত ?
(a) উদ্ভিদ
(b) ছত্রাক
(c) শৈবাল
(d) প্রােটিস্ট
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৩[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৫[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment