দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটি তুমি মনে করাে যে—ফারমেনটেশন বা সন্ধনের শেষ বস্তু কার্বন ডাইঅক্সাইড কেন পাঁউরুটি তৈরি কারখানায় ব্যবহৃত হয় ?
(a) হালকা করার জন্য
(b) পাউরুটিকে রঙ দেবার জন্য
(c) পাঁউরুটিতে স্বাদ আনতে
(d) নির্দিষ্ট আকৃতি আনতে
উত্তর: A
প্রশ্ন:২
কিছু সংখ্যক কলেজ ছাত্র মাশরুম, হাম এবং পাইনাপেল দেওয়া পিজা আনালাে, ঐ পিজার মাশরুমটি নিম্নলিখিত কোন্ রাজ্যভুক্ত ?
(a) প্রােটিস্টা
(b) উদ্ভিদ
(c) ছত্রাক
(d) প্রাণী
উত্তর: C
প্রশ্ন:৩
বিয়ােজকরা নিম্নলিখিত কোন্ পুষ্টি পদ্ধতিকে অনুসরণ করে ?
(a) প্যারাসাইটিক/পরজীবী
(b) স্যাপ্রােফাইটিক
(c) ইনজেসন
(d) a এবং b উভয়েই
উত্তর: B
প্রশ্ন:৪
স্যাক ছত্রাক দ্বারা তৈরি অযৌন রেণুকে বলে—
(a) কনিডিয়াম
(b) অ্যাসকোম্পাের
(c) ব্যাসিডিওস্পাের
(d) হাইফা
উত্তর: A
প্রশ্ন:৫
লাইকেনে ছত্রাক সহযােগী পর্বটি হল—
(a) জাইগােমাইকোটিনা
(b) অ্যাসকোমাইকোটিনা
(c) ব্যাসিডিওমাইকোটিনা
(d) ডিউটেরােমাইকোটিনা
উত্তর: B
প্রশ্ন:৬
ছত্রাকের সংজ্ঞায় নিম্নলিখিত কোনটি সঠিক নয় ?
(a) প্রাণী গ্রহণের দিক থেকে, সেখানে ছত্রাক শােষণের দিক থেকে হেটারােট্রপিক
(b) উদ্ভিদ কোশপ্রাচীর সেলুলােজ, যেখানে ছত্রাক কোশপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত
(c) ছত্রাক শক্তি সঞ্চয় করে স্টার্চ রূপে যেখানে প্রাণী শক্তি সঞ্চয় করে গ্লাইকোজেন রূপে
(d) জীবনের সফল পর্যায়ে ছত্রাকের ফ্লাজেলা থাকে না, সকল প্রােটিস্টদের এক পর্যায়ে ফ্লাজেলা থাকে
উত্তর: C
প্রশ্ন:৭
কোন্ ধরনের ছত্রাক পাঁউরুটি প্রস্তুতিতে সহায়ক ?
(a) Rhizopus stolonifer
(b) Saccharomyces cerevisiae
(c) Zygosacchoneney octosporus
(d) Penicillium notatum
উত্তর: B
প্রশ্ন:৮
স্যাক ছত্রাক দ্বারা তৈরি যৌন রেণুকে বলে—
(a) মাইসেলিয়াম
(b) কনিডিয়াম
(c) অ্যাসকোস্পোর
(d) ব্যাসিডিওস্পাের
উত্তর: C
প্রশ্ন:৯
স্যাপ্রােবিক ছত্রাকরা নিজেদের পরিপােষক সংগ্রহ করে—
(a) মৃত জৈবিক উপাদান
(b) শাখামূল
(c) জীবন্ত জীব
(d) a এবং b উভয়ই
উত্তর: A
প্রশ্ন:১০
মাইকোলজিস্টরা কোন ধরনের গবেষণায় যুক্ত ?
(a) উদ্ভিদ
(b) ছত্রাক
(c) শৈবাল
(d) প্রােটিস্ট
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৩[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৫[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment