WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
সায়ানােব্যাকটেরিয়া কার আধুনিক নাম ?
(a) মিক্সোমাইসিটিস
(b) মিক্সোফাইসি
(c) সাইজোমাইসিটিস
(d) মাইকোপ্লাজমা
উত্তর: B
প্রশ্ন:২
Vibrio choleriae যে রােগ সৃষ্টি করে সেটি হল—
(a) টাইফয়েড
(b) T.B.
(c) কলেরা
(d) নিউমােনিয়া
উত্তর: C
প্রশ্ন:৩
E.coli মানুষের অন্ত্রে থাকে—
(a) মৃতজীবী হিসেবে
(b) মিথােজীবী হিসেবে
(c) পরজীবী হিসেবে
(d) স্বভােজী হিসেবে
উত্তর: B
প্রশ্ন:৪
গ্রাম-পজেটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রধান পার্থক্য গড়ে উঠেছে সেটির ভিত্তি হল—
(a) কোশপর্দা
(b) কোশপ্রাচীর
(c) ফ্ল্যাজেলা
(d) সাইটোপ্লাজম
উত্তর: B
প্রশ্ন:৫
ব্যাকটেরিয়ার সালােকসংশ্লেষকারী রঞ্জক-কণিকা হল—
(a) Bacterioviridin
(b) Bacteriochlorophyll
(c) Chlorobium chlorophyll
(d) প্রত্যেকটি
উত্তর: D
প্রশ্ন:৬
পেপটাইডােগ্লাইক্যান পাওয়া যায়—
(a) সায়ানােব্যাকটেরিয়া
(b) ব্যাকটেরিয়া
(c) PPLO
(d) অ্যাকটিনােমাইসেটিস
উত্তর: B
প্রশ্ন:৭
সালােকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া হল—
(a) Nitrobacter, Nitrosomonas
(b) Rodospirillum, chlorobium
(c) Clostridium, Chlorobium
(d) Streptococcus, Staphylococcus
উত্তর: B
প্রশ্ন:৮
স্ট্রেপটোমাইসিস রিমােসাস কোন্ অ্যান্টিবায়ােটিকের উৎস ?
(a) ক্লোরােমাইসিটিন
(b) এরিথ্রোমাইসিন
(c) অরিওমাইসিন
(d) টেট্রামাইসিন
উত্তর: D
প্রশ্ন:৯
নীচের কোন্ ব্যাকটেরিয়া ডি-নাইট্রিফিকেশানের সঙ্গে যুক্ত ?
(a) Nitrobacter
(b) Nitrosomonas
(c) Pseudomonas
(d) Rhizobium
উত্তর: C
প্রশ্ন:১০
নাইট্রোজেন স্থিতিকারী মিথােজীবী জীবাণু হল—
(a) অ্যানাবিনা
(b) রাইজোবিয়াম
(c) জলজ শৈবাল
(d) মস
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৯[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২১[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment