নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ জোড়াটি সঠিক নয় ?
(a) ডায়াটমস–সিলিকা সেল, বক্সলাইক, সােনালি বাদামি (গােল্ডেন ব্রাউন)
(b) ইউগ্লিনয়েডস–ফ্লাজেলা, পেলিকল, আই স্পট
(c) প্যারামিসিয়াম–সিলিয়া, ক্যালসিয়াম কার্বনেট সেল, গালেট
(d) ফোরামিনিফেরান–টেস্ট, সিউডােপড, ডাইজেস্টিভ ভ্যাকুওল
উত্তর: C
প্রশ্ন:২
ম্যালেরিয়ার পরজীবীতে, ঊসিস্ট গঠিত হয়—
(a) মানুষের এরিথ্রোসাইটে
(b) মানুষের যকৃতে
(c) স্ত্রী মশকীর পাকস্থলীর গাত্রে
(d) স্ত্রী মশকীর রক্তে
উত্তর: C
প্রশ্ন:৩
অ্যামিবার গমনে সাহায্য করে—
(a) সিউডােপােডিয়া
(b) সিউডােপ্লাসমােডিয়া
(c) সিলিয়া
(d) ফ্লাজেলা
উত্তর: A
প্রশ্ন:৪
কোন্ ধরনের প্রােটোজোয়ান টারমিটস-এর গাটস-এ থাকে এবং সেলুলােজ পরিপাকে সাহায্য করে ?
(a) লিসম্যানিয়া (Leishmania)
(b) ফাইসারাম (Physarum)
(c) ট্রাইকোনিম্ফ (Trichonymph)
(d) টেট্রাহাইমেনা (Tetrahymena)
উত্তর: C
প্রশ্ন:৫
ম্যালেরিয়ার মধ্যে সিভারিং ঘটে যখন—
(a) মেরােজয়েট, টক্সিনের সঙ্গে RBC থেকে অপসারিত হয়
(b) যখন স্কাইজন্টস RBC-র মধ্যে প্রবেশ করে
(c) যখন সিগনেট রিং গঠিত হয়
(d) যখন স্কাইজন্টস, রেটিকিউলাে-এন্ডােথেলিয়াল কোশের উপর থাকে
উত্তর: A
প্রশ্ন:৬
প্যারামিসিয়ামে সাইক্লোসিস পদ্ধতিটি সম্পর্কিত হল—
(a) ডাইজেশন (পরিপাক)
(b) এক্সক্রিশন (রেচন)
(c) লােকোমােশন (চলন)
(d) রিপ্রােডাকশন (জনন)
উত্তর: A
প্রশ্ন:৭
প্লাসমােডিয়ামের ইনফেকটিভ দশাকে বলে—
(a) স্পোরোজয়েট
(b) গ্যামেটোসিস্ট
(c) মেরােজয়েট
(d) সাইজন্ট
উত্তর: A
প্রশ্ন:৮
প্রােটোজোয়ার কন্ট্রাক্টটাইল ভ্যাকুওলস-এর প্রধান কাজ কী ?
(a) অসমােরেগুলেশন
(b) এক্সক্রিশন (রেচন)
(c) রিপ্রােডাকশন (জনন)
(d) ফুড-রেগুলেশন
উত্তর: A
প্রশ্ন:৯
প্যারামিসিয়ামের কন্ট্র্যাক্টটাইল ভ্যাকুওল প্রধানত ব্যবহৃত হয়—
(a) শারীরিক ফ্লুইডের সমতা বজায় রাখতে
(b) জল সঞ্চয়ে
(c) নাইট্রোজেনযুক্ত দূষিত পদার্থ নির্গত করতে
(d) কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামােনিয়া নির্গত করতে
উত্তর: A
প্রশ্ন:১০
কোনটি ভুল তথ্য ?
(a) শুধুমাত্র হেটারােট্রফিক এবং সালােকসংশ্লেষে অক্ষম প্রােটিস্টরা হল ফ্লাজেলা যুক্ত
(b) প্রােটিস্টদের মধ্যে শুধুমাত্র সবুজ শৈবালদের যৌন জীবন চক্র আছে
(c) সিলিয়া কনজুগেশনের সময় জেনেটিক বস্তুর আদানপ্রদান করে
(d) স্লাইম মােল্ডসদের অ্যামিবয়েড দশা আছে
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১১[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৩[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment