WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটি ভুল তথ্য ?
(a) সিলিয়া কনজুগেশনের সময় জেনেটিক বস্তুর আদান প্রদান করে
(b) প্রােটোজোয়ার মধ্যে ফ্ল্যাজেলা যুক্ত এবং স্পােরােজোয়া দুই-ই মিথােজীবী
(c) যেখানে ফ্ল্যাজেলাযুক্ত শৈবাল ও প্রােটোজোয়া আছে
(d) প্রােটিস্টদের মধ্যে শুধুমাত্র সবুজ শৈবাল যৌন জীবন চক্র সম্পন্ন করে
উত্তর: D
প্রশ্ন:২
প্রােটিস্টার জনন পদ্ধতি—
(a) সবসময় অযৌন ফিসান
(b) সবসময় যৌন জনন-এর সঙ্গে হ্যাপ্লয়েড অ্যাডাল্ট
(c) সবসময় যৌনতার সঙ্গে জনুক্রম
(d) যৌন অথবা অযৌন জীবন চক্র
উত্তর: D
প্রশ্ন:৩
ট্রপিকাল অঞ্চলে বসবাসকারী পরজীবী, ফ্লাজেলাযুক্ত প্রােটোজোয়াদের ট্রাইপ্যানােজোমস বলে। এরা যে রােগের সঙ্গে যুক্ত তা হল—
(a) আমাশয় (amoebic dysentry)
(b) ডাউন সিনড্রোম (Down syndrome)
(c) সাইফিলিস (Syphilis)
(d) আফ্রিকান স্লিপিং সিকনেস এবং চ্যাগাস রােগ (African sleeping sickness & chagas disease)
উত্তর: D
প্রশ্ন:৪
স্লিপিং সিকনেস্ রােগটির বাহক হল—
(a) হাউস ফ্লাই (House fly)
(b) স্যান্ড ফ্লাই (Sand fly)
(c) মশকী (Mosquito)
(d) সেটসি মাছি (tsetse fly)
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ ট্যাক্সাতে সালােকসংশ্লেষ ঘটে না ?
(a) ইউগ্লিনােফাইটা (Euglenophyta)
(b) পাইরােফাইটা (Pyrrophyta)
(c) রােডােফাইটা (Rhodophyta)
(d) স্পোরোজোয়া (Sporozoa)
উত্তর: D
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ দশায় ম্যালেরিয়ার পরজীবী পরিপাক কালে মশকীর পরিপাক নালি থেকে মুক্ত হয় ?
(a) গ্যামেটোসাইট
(b) স্পােরােজয়েট
(c) ট্রোফোজয়েট
(d) ক্রিপটোমেরােজয়েট
উত্তর: A
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটি প্রােটিস্টার গুরুত্বপূর্ণ চরিত্র ?
(a) বহুকোশীয়তা
(b) অটোট্রপি
(c) সেক্সুয়ালিটি
(d) a এবং b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৮
অ্যামিবার ক্ষেত্রে সিউডোেপােডিয়ার গুরুত্ব হল—
(a) চলনের জন্য
(b) খাদ্যসংগ্রহের জন্য
(c) চলন ও খাদ্যসংগ্রহের জন্য
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ প্রােটিস্টরা চলন-এর দিক থেকে ঠিকমতাে সম্পর্কযুক্ত নয় ?
(a) অ্যামিবয়েডস—সিউডােপােডিয়া
(b) সিলিয়েটস—সিলিয়া
(c) জু-ফ্লাজেলেটস—ফ্ল্যাজেলা
(d) স্পােরােজোয়া—ফ্লেক্সিং পেলিকল
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি স্লাইম মােন্ডে দেখা যায় কিন্তু ছত্রাকে অনুপস্থিত ?
(a) নন মােটাইল স্পাের
(b) অ্যামিবয়েড অ্যাডাল্ট
(c) জাইগােট গঠন
(d) সালােকসংশ্লেষ
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৫[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৭[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment