WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
একটি বৃহৎ ভৌগােলিক অঞ্চলের অন্তর্গত জীব প্রজাতির বৈচিত্র্যকে বলে—
(a) গামা বৈচিত্র্য
(b) বিটা বৈচিত্র্য
(c) আলফা বৈচিত্র্য
(d) প্রত্যেকটি
উত্তর: A
প্রশ্ন:২
পৃথিবীর জৈববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন ?
(a) WHO
(b) IUCN
(c) ICBN
(d) WCU এবং WWF
উত্তর: D
প্রশ্ন:৩
মেগাডাইভারসিটি সমৃদ্ধ দেশগুলি হল—
(a) ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল
(b) পাকিস্তান, আরব, আফগানিস্তান
(c) আমেরিকা, ফ্রান্স
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হল—
(a) সুন্দরবন
(b) করবেট
(c) গির
(d) বন্দিপুর
উত্তর: A
প্রশ্ন:৫
জীবের প্রধান বৈশিষ্ট্যের অন্তর্গত শ্বসন হল—
(a) তাপ উৎপাদনকারী পদ্ধতি
(b) তাপ শােষক মূলক পদ্ধতি
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
প্রকৃতির বাসস্থানের অন্তর্গত জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলে—
(a) ইন-সিটু সংরক্ষণ
(b) এক্স-সিটু সংরক্ষণ
(c) সংরক্ষিত বনাঞ্চল
(d) সব কটি
উত্তর: A
প্রশ্ন:৭
প্রােটোপ্লাজমীয় সংগঠন দেখা যায়—
(a) শুধুমাত্র উদ্ভিদে
(b) শুধুমাত্র প্রাণীদেহে
(c) সকল জীবে
(d) সকল জড়বস্তুতে
উত্তর: C
প্রশ্ন:৮
1990 খ্রিস্টাব্দে ভারতবর্ষে জাতীয় উদ্যান গড়ে উঠেছে—
(a) 70 টি
(b) 90 টি
(c) 67 টি
(d) 100 টি
উত্তর: C
প্রশ্ন:৯
ভারতবর্ষে জীববৈচিত্র্যর হিসেব অনুযায়ী, ব্রায়ােফাইটার প্রজাতি সংখ্যা হল—
(a) 1,000
(b) 5,000
(c) 2,850
(d) 3,720
উত্তর: C
প্রশ্ন:১০
একটি অঞ্চলের বিভিন্ন জীবগােষ্ঠীর বৈচিত্র্যকেই বলে—
(a) বিটা বৈচিত্র্য
(b) আলফা বৈচিত্র্য
(c) গামা বৈচিত্র্য
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৮[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২০[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment