WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
অসমের কাজিরাঙা হল—
(a) প্রােটেকটেড অঞ্চল
(b) সংরক্ষিত বনাঞ্চল
(c) অভয়ারণ্য
(d) গেম রিজার্ভ
উত্তর: B
প্রশ্ন:২
নিয়মিতভাবে পরিবেষ্টিত ও সুরক্ষিত পরিবেশকে বলে—
(a) কোর জোন
(b) প্রােটেকটিভ অঞ্চল
(c) অভয়ারণ্য
(d) জাতীয় পার্ক
উত্তর: A
প্রশ্ন:৩
শ্বসন এক প্রকারের—
(a) অপচিতি মূলক ক্রিয়া
(b) উপচিতি মূলক ক্রিয়া
(c) বিপাকীয় ক্রিয়া
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৪
ভারতের জাতীয় ফুল হল—
(a) গোলাপ
(b) পদ্ম
(c) সূর্যমুখী
(d) জুঁই
উত্তর: B
প্রশ্ন:৫
জীবের আবাসস্থলের বাইরে সংরক্ষণ করাকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ইন-সিটু সংরক্ষণ
(c) a ও b উভয়
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
ভারতের জাতীয় পশু হল—
(a) বাঘ
(b) সিংহ
(c) হাতি
(d) ভাল্লুক
উত্তর: A
প্রশ্ন:৭
উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ক্রায়াে সংরক্ষণ
(c) ইন-সিটু সংরক্ষণ
(d) সবকটিই
উত্তর: B
প্রশ্ন:৮
জাতীয় উদ্যানের উদাহরণ হল—
(a) কর্ণাটকের বন্দিপুর
(b) গুজরাটের গির
(c) পশ্চিমবঙ্গের সুন্দরবন
(d) উত্তরপ্রদেশের করবেট
উত্তর: D
প্রশ্ন:৯
গাছের বিভিন্ন অংশ -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়—যাকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ইন-সিটু সংরক্ষণ
(c) ক্রায়ােসংরক্ষণ
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
Biodiversity শব্দটি প্রবর্তন করেন—
(a) Hooker
(b) W.G. Rosen
(c) Candole
(d) Radford
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১২[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৪[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment