WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোন্ ধরনের প্রােটিস্টকে ‘রিলিং উইপস’ বলে, কারণ এদের ক্ষেত্রে স্পিন গঠিত হয় তাদের কঠিন শারীরিক উপরিবস্থায় দুটি ফ্লাজেলার দু-দিকে ভিন্ন চলনের ফলে—
(a) জিনােফ্লাজেলেটস
(b) ডায়াটমস
(c) ইউগ্লিনয়েডস
(d) হেলিওসােয়ানস
উত্তর: A
প্রশ্ন:২
নীচের কোন্ প্রােটোজোয়া ভুল ভাবে সম্পর্কিত ?
(a) সিলিয়েটস–জটিল, এককোশী জীবের ম্যাক্রো এবং মাইক্রোনিউক্লিয়াস
(b) ফোরামিনিফেরাস–ফ্ল্যাজেলেটেড হেটারােট্রপস্, সিমবায়ােটিক
(c) অ্যাকটিনােপডস–প্ল্যাঙ্কটনিক, স্লেন্ডারযুক্ত, রে-এর মতাে অ্যাক্সোপােডিয়া
(d) রাইজয়েডস–নগ্ন ও সেলযুক্ত অ্যামিবা
উত্তর: B
প্রশ্ন:৩
প্রােটিস্ট, উদ্ভিদ এবং ছত্রাক যাদের কোশ আছে, প্রাণীরা ব্যতীত এদের সাধারণ রূপে আছে—
(a) কোশপ্রাচীর
(b) রাইবােজোম
(c) কোশপর্দা
(d) মাইটোকন্ড্রিয়া
উত্তর: A
প্রশ্ন:৪
প্রােটিস্টদের সেল বা খােলক বা কোশপ্রাচীর কোন্ প্রকার বস্তু সহযােগে গঠিত ?
(a) গ্লাইকোজেন
(b) ফ্লোরিডিয়ান স্টার্চ
(c) অ্যালজিনিক অ্যাসিড
(d) লিউকোসিন
উত্তর: C
প্রশ্ন:৫
অন্যান্য প্রােটোজোয়ানদের থেকে সিলিয়েট আলাদা হয়—
(a) যাদের দু-ধরনের নিউক্লিয় বস্তু থাকে
(b) যাদের কনট্র্যাক্টাইল ভ্যাকুওল থাকে
(c) যারা খাদ্য সংগ্রহ করে সিউডােপােডিয়া দ্বারা
(d) চলনের জন্য যারা ফ্লাজেলা ব্যবহার করে না
উত্তর: A
প্রশ্ন:৬
কোন্ ধরনের প্রােটিস্ট বহুকোশীয় ?
(a) ক্রাইসােফাইটা (Chrysophyta)
(b) ফিওফাইটা (Phaeophyta)
(c) রোডােফাইটা (Rhodophyta)
(d) প্রত্যেক বহুকোশীয় প্রতিনিধি
উত্তর: D
প্রশ্ন:৭
কোশীয় স্লাইম মোল্ডের জীবন চক্রে স্লাগ-এর মতাে দশা হল—
(a) প্লাসমােডিয়াম
(b) সিউডােপ্লাসমােডিয়াম
(c) স্পােরাঞ্জিয়া
(d) ম্যাক্রোসিস্ট
উত্তর: B
প্রশ্ন:৮
প্লাজমােডিয়াল স্লাইম মােল্ড ও সেলুলার স্লাইম মােল্ডের পার্থক্য হল—
(a) অ্যামিবয়েড মাসের দ্বারা স্থান পরিবর্তন করে
(b) হ্যাপ্লয়েড জীব তবু দৈত্যাকার গ্যামেট বর্তমান
(c) প্রত্যেক কোশ একাধিক নিউক্লিয়াস যুক্ত
(d) ফ্রুটিং বডি গঠন করে
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি প্রােটিস্টা রাজ্যের সাধারণ বিবরণ—
(a) ইউক্যারিওটিক, সালােকসংশ্লেষে সক্ষম অথবা হেটারােট্রপিক, জীবেরা আর্দ্র পরিবেশে প্রতিরােধমূলক সিস্ট গঠন করে এবং ফ্লাজেলা যুক্ত গ্যামেটের মাধ্যমে জনন সম্পন্ন করে
(b) উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাকের সহজ সরল পরিচিতি
(c) ইউক্যারিওটিক, এককোশী জীব যারা সালােকসংশ্লেষে সক্ষম এবং হেটারােট্রপিক
(d) ইউক্যারিওটিক, হেটারােট্রপিক অথবা সালােকসংশ্লেষে সক্ষম, এককোশী অথবা সরল বহুকোশী জীব যারা বহুকোশী উদ্ভিদ, ছত্রাক এবং প্রাণীদের থেকে আলাদা, প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ আলাদা বিভাগে
উত্তর: C
প্রশ্ন:১০
স্লাইম মোল্ডের আছে—
(a) সিউডােপ্লাজমােডিয়া
(b) খাদ্য দশায়, সলিটারি ও অন্যান্য কোশযুক্ত থাকে
(c) রেণু বৃদ্ধি পায় যুক্ত ভাবে বসবাসকারী অ্যামিবয়েড কোশের মধ্যে
(d) রেণু গঠিত হয় ফ্ল্যাজেলা যুক্ত গ্যামেটে
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৪[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৬[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment