Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় (A detailed introduction to the social life of the inhabitants of the Harappan civilization)

🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয়           হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৩

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ দ্বিনিষেক কাকে বলে ? উত্তর:  যখন দুটি পুংজনন কোশের মধ্যে একটি ডিম্বাণুকে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তখন তাকে দ্বিনিষেক বলে। সস্যল উদ্ভিদে (ভুট্টা, রেড়ি) এরকম নিষেক দেখা যায়। প্রশ্ন:২ অসমােফোর কাকে বলে ? উত্তর:  উদ্ভিদের ফুলে মিষ্টি গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ যেসব গ্রন্থি থাকে তাদের অসমােফোর (Osmophore) বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ নারকেলের মধ্যস্ত্বকে অবস্থিত তন্তুকে  কী বলে ? উত্তর:  সারফেস তন্তু। প্রশ্ন:২ স্ক্লেরেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখাে। উত্তর:  (i) পরিণত কোশে প্রােটোপ্লাজম না থাকায় কোশগুলি মৃত।  (ii) কোশপ্রাচীর শক্ত ও পুরু।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ কণ্টক মূল কাকে বলে ? উত্তর:  যে সব অস্থানিক মূল কাণ্ডের গােড়া থেকে উৎপন্ন হয়ে কণ্টকাকার ধারণ করে এবং আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়, তাকে কণ্টকমূল বলে। তালগাছে এরকম মূল দেখা যায়। প্রশ্ন:২ গুল্ম কাকে বলে ? উত্তর:  যে সকল উদ্ভিদ ক্ষুদ্র কাণ্ডবিশিষ্ট, কাষ্ঠল, শাখা-প্রশাখা যুক্ত এবং মাঝারি উচ্চতাসম্পন্ন, তাদের গুল্ম বা স্রাবস বলে।  যেমন—জবা, গন্ধরাজ, গােলাপ ইত্যাদি।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১৫

জীবের বৈচিত্রতা প্রশ্ন:১ মিউজিয়াম কী ? উত্তর:  যে প্রতিষ্ঠানে চিত্রকলা, ঐতিহাসিক নিদর্শন, বৈজ্ঞানিক ট্যাক্সোনােমি অধ্যয়নের জন্য উপাদানগুলি জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করা হয় তাকে মিউজিয়াম বলে। প্রশ্ন:২ এক্স সিটু সংরক্ষণ কী ? উত্তর:  বিভিন্ন দেশের গাছকে উদ্ভিদ উদ্যানে রােপণ ও প্রতিপালিত করা। বাইরে থেকে আনা উদ্ভিদকে সংরক্ষিত করাকে এক্স সিটু সংরক্ষণ বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১৪

জীবের বৈচিত্রতা প্রশ্ন:১ সবচেয়ে ক্ষুদ্রতম ও বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম কী ? উত্তর:  সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হল Dialister pneumosintes এবং সবচেয়ে বৃহত্তম ব্যাকটেরিয়া হল Epulopiscium fishelsoni। প্রশ্ন:২ দুটি নাইট্রোজেন সংবন্ধনকারী বা নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর:  নাইট্রোজেন সংবন্ধনকারী—Azotobacter sp. এবং নাইট্রোজেন স্থিতিকরণ—Clostridium sp.

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১৩

জীবের বৈচিত্রতা প্রশ্ন:১ সিনগ্যামী কী ? উত্তর:  যে পদ্ধতিতে দুটি গ্যামেট মিলিত হয়ে জাইগােট উৎপন্ন করে। জাইগােট বৃদ্ধি পেয়ে অপত্য উৎপন্ন করে, ক্রমাগত ফিসানের দ্বারা, অযৌন গঠন তৈরি করে। প্রশ্ন:২ মাল্টিপল ফিসান কী ? উত্তর:  যে পদ্ধতিতে মাতৃদেহ বিভাজিত হয়ে বহু অপত্য জীব উৎপন্ন করে। উদাহরণ—Plasmodium vivax.

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১২

জীবের বৈচিত্রতা প্রশ্ন:১ প্রিয়ন (Prion) কী ? উত্তর:  কেবলমাত্র অ্যামাইনাে অ্যাসিড দ্বারা গঠিত প্রােটিননির্মিত, সংক্রমণযােগ্য, বাধ্যতামূলক পরজীবীকে প্রিয়ন বলে। এই অণুজীব ভেড়া এবং ছাগলের স্নায়ুজ রােগ—কুরু এবং স্ক্রেপি এবং মানুষের স্নায়ুজ রােগ ক্রুজফেল্ড—জেকভ সৃষ্টি করে। প্রশ্ন:২ ভাইরাস ও প্লাসমিডের পার্থক্য কী ? উত্তর:  (i) ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রােটিন আবরক বা ক্যাপসিড পরিবেষ্টিত থাকে, প্লাসমিডের ক্যাপসিড থাকে না।  (ii) ভাইরাসের নিউক্লিক অ্যাসিড DNA বা RNA জাতীয়, কিন্তু প্লাসমিডের নিউক্লিক অ্যাসিড কেবল DNA জাতীয়।  (iii) পােষক কোশের বাইরে ভাইরাসের অস্তিত্ব বর্তমান, কিন্তু পােষক কোশের বাইরে প্লাসমিডের কোনাে অস্তিত্ব থাকে না।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১১

জীবের বৈচিত্রতা প্রশ্ন:১ জেলিফিশ কাকে বলে ? উত্তর:  সমুদ্রে বসবাসকারী সরার মতাে দেখতে জেলির মতাে থলথলে অরেলিয়া মেডুসাকে জেলিফিশ বলে। প্রশ্ন:২ স্যালামান্ডারের সঙ্গে গিরগিটির পার্থক্য দেখাও। উত্তর:  (i) স্যালামান্ডার অ্যাম্ফিবিয়া শ্রেণিভুক্ত প্রাণী, গিরগিটি সরীসৃপ প্রাণী।  (ii) স্যালামান্ডারের ত্বক ভিজে ও আঁশবিহীন, গিরগিটির ত্বক শুষ্ক ও আঁশযুক্ত।  (iii) স্যালামান্ডারের আঙুল নখবিহীন, গিরগিটির আঙুল নখবিশিষ্ট।  (iv) স্যালামান্ডারের অবসারণীছিদ্র গােলাকার, গিরগিটির অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-১০

জীবের বৈচিত্রতা প্রশ্ন:১ মারসুপিয়াম কী ? উত্তর:  ক্যাঙারুদের দেহগহ্বরের বাইরে যে চামড়ার থলি থাকে, তাকে মারসুপিয়াম বলে। এই থলির মধ্যে এদের অপরিণত শাবক পরিণত হয়। প্রশ্ন:২ রেট্রোগ্রেসিভ রূপান্তর কাকে বলে ? উত্তর:  যে রূপান্তরে লার্ভা অবস্থায় যেসব বৈশিষ্ট্যাবলি বিদ্যমান তা পরিণত অবস্থার বিলুপ্ত হয়ে পরিণত প্রাণীর দেহে সরলীকৃত হয়, তাকে রেট্রোগ্রেসিভ রূপান্তর বলে। যেমন—অ্যাসিডিয়ার (Ascidia) লার্ভা দশায় উপস্থিত নােটোকর্ড, নার্ভকর্ড, সেরিব্রাল ভেসিকল পূর্ণাঙ্গ অবস্থায় বিলুপ্ত হয়ে যায়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের বৈচিত্রতা, সেট-৯

জীবের বৈচিত্রতা প্রশ্ন:১ টেরিডােফাইটা কী ? উত্তর:  টেরিডােফাইটা হল বীজহীন, রেণু উৎপাদনকারী, সংবহন কলাযুক্ত, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত দেহযুক্ত উদ্ভিদ। প্রশ্ন:২ ফল কী ? উত্তর:  আধুনিক বিদ্যার সাপেক্ষে ফল হল পরিপক্ব ডিম্বাশয় যা শুধুমাত্রই বীজকে আবৃত রেখে সুরক্ষাই দেয় না তার সঙ্গে বীজের স্থানান্তরেও সাহায্য করে।