🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ দ্বিনিষেক কাকে বলে ? উত্তর: যখন দুটি পুংজনন কোশের মধ্যে একটি ডিম্বাণুকে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তখন তাকে দ্বিনিষেক বলে। সস্যল উদ্ভিদে (ভুট্টা, রেড়ি) এরকম নিষেক দেখা যায়। প্রশ্ন:২ অসমােফোর কাকে বলে ? উত্তর: উদ্ভিদের ফুলে মিষ্টি গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ যেসব গ্রন্থি থাকে তাদের অসমােফোর (Osmophore) বলে।