নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নারকেলের মধ্যস্ত্বকে অবস্থিত তন্তুকে কী বলে ?
উত্তর:
সারফেস তন্তু।
প্রশ্ন:২
স্ক্লেরেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) পরিণত কোশে প্রােটোপ্লাজম না থাকায় কোশগুলি মৃত।
(ii) কোশপ্রাচীর শক্ত ও পুরু।
প্রশ্ন:৩
স্ক্লেরাইড কী ?
উত্তর:
পেয়ারা, নাসপাতি ইত্যাদি ফলের শাঁসে; মটর, মুগ ইত্যাদির বীজত্বকে অবস্থিত স্থূল কোশপ্রাচীরবিশিষ্ট গােলাকার বা ডিম্বাকার স্ক্লেরেনকাইমা কোশকে স্ক্লেরাইড (Schleride) বলে।
প্রশ্ন:৪
প্রস্তর কোশ কাকে বলে ?
উত্তর:
স্ক্লেরাইডের কোশ প্রাচীর খুব শক্ত হওয়ায় এদের প্রস্তুর কোশও বলা হয়। কোশগুলির কোশপ্রাচীর লিগনিন, সুবেরিন ও কিউটিন যুক্ত হওয়ায় কোশগুলি খুব শক্ত হয়। নাসপাতি (Pyrus sp.), মটর (Pisum sp.), চা (Thea sp.) প্রভৃতি গাছে প্রস্তর কোশ থাকে।
প্রশ্ন:৫
প্রােসেনকাইমা কী ?
উত্তর:
যখন প্যারেনকাইমা কোশগুলি লম্বাটে ও স্থূল প্রাচীরবিশিষ্ট হয় এবং যেগুলি উদ্ভিদকে যান্ত্রিকশক্তি প্রদান করে, তখন তাদের প্রােসেনকাইমা (Prosenchyma) বলে।
প্রশ্ন:৬
স্ক্লেরাইড কত প্রকারের ও কী কী ?
উত্তর:
স্ক্লেরাইড পাঁচ প্রকারের, যথা—
(i) ব্র্যাকিস্ক্লেরাইড—আপেল, পেয়ারা ( Psidium iuajava), নাসপাতির (Pyrus sp.) ফলের শাঁসে।
(ii) অ্যাসট্রোস্ক্লেরাইড—পদ্ম, শালুক (Nymphaea sp.) পাতায়, চা (Thea sp.) পাতায় বর্তমান।(iii) ম্যাক্রোস্ক্লেরাইড—মটর (Pisum sp.), মুগের বীজত্বকে অবস্থিত (Phaseolus sp.)।
(iv) অসটিওস্ক্লেরাইড—মটরের বীজত্বকে অবস্থিত (Pisum sp.)
(v) ট্রাইকোস্ক্লেরাইড—জলপাই (Olea sp.)-এর পাতায়, মনসটেরা (Monstera sp.) উদ্ভিদের বায়বীয় মূলে বর্তমান।
প্রশ্ন:৭
কাষ্ঠল তন্তু কী ?
উত্তর:
জাইলেম কলার সঙ্গে অবস্থিত স্ক্লেরেনকাইমা তন্তুকে কাষ্ঠল তন্তু বলে।
প্রশ্ন:৮
কোলেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) কোশগুলি প্রস্থচ্ছেদে বহুভুজাকার এবং লম্বচ্ছেদে আয়তাকার, প্রােটোপ্লাজমপূর্ণ, সজীব।
(ii) কোশপ্রাচীর সর্বত্র সমান পুরু নয়।
প্রশ্ন:৯
প্যারেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) এই কলার কোশগুলি পাতলা কোশপ্রাচীরবিশিষ্ট, প্রােটোপ্লাজমপূর্ণ ও সজীব।
(ii) কোশগুলির মাঝে কোশান্তররন্ধ্র বর্তমান।
প্রশ্ন:১০
সাকুলেন্ট প্যারেনকাইমা কাকে বলে ?
উত্তর:
যখন প্যারেনকাইমা কোশ বিশেষভাবে পরিবর্তিত হয়ে জল সঞ্চয় করে, তখন ওই প্যারেনকাইমাকে সাকুলেন্ট প্যারেনকাইমা (Succulent parenchyma) বলে।
Comments
Post a Comment