বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
দ্বিনিষেক কাকে বলে ?
উত্তর:
যখন দুটি পুংজনন কোশের মধ্যে একটি ডিম্বাণুকে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তখন তাকে দ্বিনিষেক বলে। সস্যল উদ্ভিদে (ভুট্টা, রেড়ি) এরকম নিষেক দেখা যায়।
প্রশ্ন:২
অসমােফোর কাকে বলে ?
উত্তর:
উদ্ভিদের ফুলে মিষ্টি গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ যেসব গ্রন্থি থাকে তাদের অসমােফোর (Osmophore) বলে।
প্রশ্ন:৩
আরশােলার স্ত্রীজনন তন্ত্র কী কী অঙ্গ নিয়ে গঠিত ?
উত্তর:
আরশােলার স্ত্রীজনন তন্ত্র একজোড়া ডিম্বাশয়, ডিম্বনালি, জনন প্রকোষ্ঠ এবং কোল্যাটিরিয়াল গ্রন্থি নিয়ে গঠিত।
প্রশ্ন:৪
কোন্ ব্যক্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে ?
উত্তর:
নিটেলিস বর্গভুক্ত ব্যক্তবীজী উদ্ভিদে (যথা— Gentum) ট্রাকিয়া থাকে।
প্রশ্ন:৫
ভ্রান্ত বর্ষবলয় কাকে বলে ?
উত্তর:
অনেক সময় প্রতিকূল পরিবেশে রােগাক্রমণের জন্য বর্ষবলয় গঠন অস্থায়ীভাবে বন্ধ থাকে। কিছুদিন পর পুনরায় বৃদ্ধি শুরু হলে গৌণ কাষ্ঠের একটি অতিরিক্ত বৃদ্ধিস্তর গঠিত হয়, একে ভ্রান্ত বর্ষবলয় বলে।
প্রশ্ন:৬
পুংজনন তন্ত্রের অন্তর্গত প্রধান অঙ্গগুলি কী কী ?
উত্তর:
পুংজনন তন্ত্রের অন্তর্গত অঙ্গগুলি হল—একজোড়া শুক্রাশয়, শুক্রনালি, ইজাক্যুলেটরি ডাক্ট, ইউট্রিকুলার গ্রন্থি এবং ফ্যালিক গ্রন্থি।
প্রশ্ন:৭
কোন্ গুপ্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে না ?
উত্তর:
চাঁপা (Michelia), ড্রাইমিস (Drimys), ডিজ্নারিয়া (Degenaria), ড্রাসিনা (Dracaena) প্রভৃতি গুপ্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে না।
প্রশ্ন:৮
ওসেলাই কী ?
উত্তর:
আরশােলার সরলাক্ষিকে ওসেলাই বা ওসেলার স্পট বলে। এগুলি আলােকে উদ্দীপিত হয়।
প্রশ্ন:৯
হার্কোগ্যামি কাকে বলে ?
উত্তর:
যে সব ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবকের বহিরাকৃতিতে এমন পরিবর্তন ঘটে যে স্বপরাগযোগ ঘটা সম্ভব হয় না, তাকে হার্কোগ্যামি বা স্বসংগমরােধী বলে। ঘেঁটু ফুল এইপ্রকারের।
প্রশ্ন:১০
কোন্ ফার্ন জাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে ?
উত্তর:
সেলাজিনেলা (Selaginella), ড্রায়ােপটেরিস (Dryopteris) প্রভৃতি ফার্ন জাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে।

Comments
Post a Comment