নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
দ্বিনিষেক কাকে বলে ?
উত্তর:
যখন দুটি পুংজনন কোশের মধ্যে একটি ডিম্বাণুকে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তখন তাকে দ্বিনিষেক বলে। সস্যল উদ্ভিদে (ভুট্টা, রেড়ি) এরকম নিষেক দেখা যায়।
প্রশ্ন:২
অসমােফোর কাকে বলে ?
উত্তর:
উদ্ভিদের ফুলে মিষ্টি গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ যেসব গ্রন্থি থাকে তাদের অসমােফোর (Osmophore) বলে।
প্রশ্ন:৩
আরশােলার স্ত্রীজনন তন্ত্র কী কী অঙ্গ নিয়ে গঠিত ?
উত্তর:
আরশােলার স্ত্রীজনন তন্ত্র একজোড়া ডিম্বাশয়, ডিম্বনালি, জনন প্রকোষ্ঠ এবং কোল্যাটিরিয়াল গ্রন্থি নিয়ে গঠিত।
প্রশ্ন:৪
কোন্ ব্যক্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে ?
উত্তর:
নিটেলিস বর্গভুক্ত ব্যক্তবীজী উদ্ভিদে (যথা— Gentum) ট্রাকিয়া থাকে।
প্রশ্ন:৫
ভ্রান্ত বর্ষবলয় কাকে বলে ?
উত্তর:
অনেক সময় প্রতিকূল পরিবেশে রােগাক্রমণের জন্য বর্ষবলয় গঠন অস্থায়ীভাবে বন্ধ থাকে। কিছুদিন পর পুনরায় বৃদ্ধি শুরু হলে গৌণ কাষ্ঠের একটি অতিরিক্ত বৃদ্ধিস্তর গঠিত হয়, একে ভ্রান্ত বর্ষবলয় বলে।
প্রশ্ন:৬
পুংজনন তন্ত্রের অন্তর্গত প্রধান অঙ্গগুলি কী কী ?
উত্তর:
পুংজনন তন্ত্রের অন্তর্গত অঙ্গগুলি হল—একজোড়া শুক্রাশয়, শুক্রনালি, ইজাক্যুলেটরি ডাক্ট, ইউট্রিকুলার গ্রন্থি এবং ফ্যালিক গ্রন্থি।
প্রশ্ন:৭
কোন্ গুপ্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে না ?
উত্তর:
চাঁপা (Michelia), ড্রাইমিস (Drimys), ডিজ্নারিয়া (Degenaria), ড্রাসিনা (Dracaena) প্রভৃতি গুপ্তবীজী উদ্ভিদে ট্রাকিয়া থাকে না।
প্রশ্ন:৮
ওসেলাই কী ?
উত্তর:
আরশােলার সরলাক্ষিকে ওসেলাই বা ওসেলার স্পট বলে। এগুলি আলােকে উদ্দীপিত হয়।
প্রশ্ন:৯
হার্কোগ্যামি কাকে বলে ?
উত্তর:
যে সব ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবকের বহিরাকৃতিতে এমন পরিবর্তন ঘটে যে স্বপরাগযোগ ঘটা সম্ভব হয় না, তাকে হার্কোগ্যামি বা স্বসংগমরােধী বলে। ঘেঁটু ফুল এইপ্রকারের।
প্রশ্ন:১০
কোন্ ফার্ন জাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে ?
উত্তর:
সেলাজিনেলা (Selaginella), ড্রায়ােপটেরিস (Dryopteris) প্রভৃতি ফার্ন জাতীয় উদ্ভিদে ট্রাকিয়া থাকে।
Comments
Post a Comment