পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
সিনগ্যামী কী ?
উত্তর:
যে পদ্ধতিতে দুটি গ্যামেট মিলিত হয়ে জাইগােট উৎপন্ন করে। জাইগােট বৃদ্ধি পেয়ে অপত্য উৎপন্ন করে, ক্রমাগত ফিসানের দ্বারা, অযৌন গঠন তৈরি করে।
প্রশ্ন:২
মাল্টিপল ফিসান কী ?
উত্তর:
যে পদ্ধতিতে মাতৃদেহ বিভাজিত হয়ে বহু অপত্য জীব উৎপন্ন করে। উদাহরণ—Plasmodium vivax.
প্রশ্ন:৩
অক্সোম্পাের কী ?
উত্তর:
Chrysophytes-এর যৌন জনন হল ঊগ্যামাস প্রকৃতির। জাইগােট গঠিত হয়। গ্যামেটের মিলনের ফলে ক্ষুদ্র জাইগােট বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তৈরি হয় বিশেষ ধরনের রেণু, যাকে অক্সোস্পাের বলা হয়।
প্রশ্ন:৪
এক্টোপ্লাজম ও এন্ডােপ্লাজম কী ?
উত্তর:
ইউগ্লিনার দেহে (Euglena) সাইটোপ্লাজম দুই প্রকার অঞ্চলে বিভক্ত হয়। স্বচ্ছ, কোশপর্দা সংলগ্ন অঞ্চলকে এক্টোপ্লাজম এবং তরল, বিশেষ দানাযুক্ত কেন্দ্রীয় অঞ্চলকে এন্ডােপ্লাজম বলা হয়।
প্রশ্ন:৫
জাইগােটিক মিয়ােসিস কী ?
উত্তর:
যে মিয়ােটিক পদ্ধতিতে জাইগােট নিউক্লিয়াস বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড অপত্য তৈরি করে। এক্ষেত্রে হ্যাপ্লয়েড অপত্য থেকে ডিপ্লয়েড জাইগােট তৈরি হয়। মিয়ােসিস জাইগােটের মধ্যেই ঘটে।
প্রশ্ন:৬
কনজুগেশন কী ?
উত্তর:
প্যারামিসিয়াম (Paramoecium)-এর ক্ষেত্রে দুটি একই প্রজাতির মাতৃকোশ মিলিত হয়ে প্রােটোপ্লাজমিক সেতু রচনা করে ও তার মাধ্যমে নিউক্লিয় বস্তুর আদান-প্রদান করে, পরবর্তী পর্যায়ে তারা আলাদা হয়।
প্রশ্ন:৭
হলােগ্যামি কী ?
উত্তর:
এটি হল প্রােটিস্টদের বিশেষ ধরনের যৌন জনন পদ্ধতি যেখানে প্রকৃত গ্যামেট তৈরি হয় না কিন্তু দুটি প্রাপ্ত আকারের অপত্য মিলিত হয়ে জাইগােট তৈরি হয়।
প্রশ্ন:৮
গ্লাইডিং পদ্ধতি কী ?
উত্তর:
পরজীবী প্রােটিস্টাদের কোন বাহ্যিক চলনাঙ্গ থাকে না। তারা তখন চলন সম্পন্ন করে গ্লাইডিং পদ্ধতিতে, শারীরিক ভাজ সৃষ্টির মাধ্যমে।
প্রশ্ন:৯
গ্যামেটিক মিয়ােসিস কী ?
উত্তর:
এধরনের জীবন চক্রে জীব হল ডিপ্লয়েড। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, গ্যামেট গঠনের আগে মিয়ােসিস ঘটে। দুটি গ্যামেট মিলিত হয়ে জাইগােট গঠন করে। এক্ষেত্রে ডিপ্লয়েড অপত্য থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। মিয়ােসিস ঘটে ডিপ্লয়েড অপত্যে।
প্রশ্ন:১০
ক্রিস্টি কী ?
উত্তর:
প্রােটিস্টার মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাযুক্ত। অন্তঃপর্দা লুমেন পর্যন্ত বিস্তৃত এবং আঙুলের মতাে আকৃতি বিশিষ্ট অংশ গঠন করে যাকে ক্রিস্টি বলে।

Comments
Post a Comment