নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
জেলিফিশ কাকে বলে ?
উত্তর:
সমুদ্রে বসবাসকারী সরার মতাে দেখতে জেলির মতাে থলথলে অরেলিয়া মেডুসাকে জেলিফিশ বলে।
প্রশ্ন:২
স্যালামান্ডারের সঙ্গে গিরগিটির পার্থক্য দেখাও।
উত্তর:
(i) স্যালামান্ডার অ্যাম্ফিবিয়া শ্রেণিভুক্ত প্রাণী, গিরগিটি সরীসৃপ প্রাণী।
(ii) স্যালামান্ডারের ত্বক ভিজে ও আঁশবিহীন, গিরগিটির ত্বক শুষ্ক ও আঁশযুক্ত।
(iii) স্যালামান্ডারের আঙুল নখবিহীন, গিরগিটির আঙুল নখবিশিষ্ট।
(iv) স্যালামান্ডারের অবসারণীছিদ্র গােলাকার, গিরগিটির অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত।
প্রশ্ন:৩
নিমাটোসিস্ট কাকে বলে ?
উত্তর:
নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের এক্টোডার্ম স্তরে নিডােব্লাস্ট কোশের মধ্যে কাঁটাসহ যে বিষাক্ত পদার্থপূর্ণ থলির মতাে অংশ থাকে তাকে নিমাটোসিস্ট বলে। এরা শত্রু প্রাণীকে এবং শিকারকে ওই কাঁটা ফুটিয়ে বিষাক্ত রস ঢেলে অসাড় করে দেয়।
প্রশ্ন:৪
তারামাছ মাছ নয় কেন ?
উত্তর:
তারামাছের মাছেদের মতাে জোড়-বিজোড় পাখনা, ভেনাস হৃৎপিণ্ড ইত্যাদি থাকে না, অপরপক্ষে এদের জল সংবহনতন্ত্র, নালিপদ ও কন্টকময় ত্বক উপস্থিত, তাই এদের কণ্টকত্বকী প্রাণী বলে।
প্রশ্ন:৫
ক্যাটফিশ ও ডগফিশ কাদের বলে ?
উত্তর:
মাগুর ও শিঙি মাছের বিড়ালের গোঁফের মতাে শুঁড় থাকায় এদের ক্যাটফিশ বলে। অপরপক্ষে, হাঙরের মুখের আকৃতি অনেকটা কুকুরের মুখের মতাে এবং চোয়ালে তীক্ষ্ণ দাঁত থাকায় এদের ডগফিশ বলে।
প্রশ্ন:৬
চিংড়ি মাছ নয় কেন ?
উত্তর:
চিংড়ির রশ্মিবিশিষ্ট জোড়া পাখনা ও ভেনাস হৃৎপিণ্ড থাকে না, তাই চিংড়ি মাছ নয়। অপরপক্ষে চিংড়ির পুঞ্জাক্ষি ও যুক্তপদ থাকায় এরা সন্ধিপদী প্রাণী।
প্রশ্ন:৭
কোম্বজেলি কী ?
উত্তর:
জেলির মতাে থলথলে দেহবিশিষ্ট কোম্ব-প্লেট যুক্ত সামুদ্রিক প্রাণীদের কোম্বজেলি বলে। বেরাে, হর্মিফোরা এই জাতীয় প্রাণী।
প্রশ্ন:৮
প্যাটাজিয়াম ও পাখির ডানার মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
প্যাটাজিয়াম হল বাদুড়, চামচিকা প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর চর্ম নির্মিত ডানা, যা পশ্চাদপদ ও অগ্রপদের মাঝখানে থাকে। অপরপক্ষে, পাখির ডানা হল অগ্রপদের রূপান্তরিত অঙ্গ বিশেষ যা পালক, অস্থি, ও পেশি দিয়ে গঠিত।
প্রশ্ন:৯
একটি মাছ ও একটি সরীসৃপ-এর জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর:
মাছ জীবন্ত জীবাশ্ম—সিলাকান্থ। সরীসৃপ জীবন্ত জীবাশ্ম—স্ফেনােডন।
প্রশ্ন:১০
ক্যাটল ফিশ কাদের বলে ?
উত্তর:
মােলাস্কা পর্বের অন্তর্গত সিপিয়া, ললিগাে প্রাণীদের ক্যাটল ফিশ বলে।
Comments
Post a Comment