বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
জীবের বৈচিত্রতা
প্রশ্ন:১
সবচেয়ে ক্ষুদ্রতম ও বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হল Dialister pneumosintes এবং সবচেয়ে বৃহত্তম ব্যাকটেরিয়া হল Epulopiscium fishelsoni।
প্রশ্ন:২
দুটি নাইট্রোজেন সংবন্ধনকারী বা নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর:
নাইট্রোজেন সংবন্ধনকারী—Azotobacter sp. এবং নাইট্রোজেন স্থিতিকরণ—Clostridium sp.
প্রশ্ন:৩
ব্যাকটেরিওক্লোরােফিল কাকে বলে ?
উত্তর:
কোনাে কোনাে ব্যাকটেরিয়ার কোশে সালােকসংশ্লেষে সাহায্যকারী রঞ্জক থাকে, তাকে ব্যাকটেরিওক্লোরােফিল বলে। ক্লোরােবিয়াম, রােডোস্পাইরিলাম নামক ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিওক্লোরােফিল থাকে।
প্রশ্ন:৪
পিলি কাকে বলে ?
উত্তর:
কতিপয় গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার (Salmonella typhi) বহির্দেশে যে সূক্ষ্ম সূত্রাকার উপাঙ্গ দেখা যায় তাদের পিলি বলে। এগুলি পিলিন নামক প্রােটিন দিয়ে গঠিত। যৌন জননকালে এরা দুটি ব্যাকটেরিয়ার সংযােগ সাধনে সাহায্য করে।
পিলি দু-প্রকার, যথা—সেক্স পিলি বা F পিলি।
প্রশ্ন:৫
ব্যাকটেরিয়াকে প্রােটিস্টা বলার কারণ কী ?
উত্তর:
ব্যাকটেরিয়া এককোশী, আদি নিউক্লিয়াস বর্তমান থাকায় ব্যাকটেরিয়াকে প্রােটিস্টা বলে। বিজ্ঞানী Whittker (1969) ব্যাকটেরিয়াকে প্রােটিস্টার মতাে মনেরা নামক পৃথক উপরাজ্যে অন্তর্ভুক্ত করেন।
প্রশ্ন:৬
দুটি মিথােজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর:
দুটি মিথােজীবী ব্যাকটেরিয়া হল—Rhizobium sp এবং Escherichia coli.
প্রশ্ন:৭
ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের দুটি উপাদানের নাম করাে যেগুলি উচ্চ শ্রেণির উদ্ভিদে অনুপস্থিত ?
উত্তর:
মিউকোপেপটাইড, পেপটাইডােগ্লাইক্যান।
প্রশ্ন:৮
ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলার কারণ কী ?
উত্তর:
(i) ব্যাকটেরিয়ায় উদ্ভিদের মতাে কোশপ্রাচীর বর্তমান।
(ii) ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে নীলাভ-সবুজ শৈবালের মতাে পেপটাইডােগ্লাইক্যান থাকে।
(iii) ব্যাকটেরিয়ার উদ্ভিদের মতাে অঙ্গজ জনন সম্পন্ন হয়।
(iv) সবুজ ব্যাকটেরিয়া উদ্ভিদের মতাে হােলােফাইটিক পুষ্টি সম্পন্ন করে।
(v) কোনাে কোনাে ব্যাকটেরিয়া ভিটামিন ও অ্যামাইনাে অ্যাসিড সংশ্লেষ করে।
প্রশ্ন:৯
ব্যাকটেরিয়াল ক্রোমােজোম কাকে বলে ?
উত্তর:
ব্যাকটেরিয়ার নিউক্লিওয়েডে অবস্থিত চক্রাকার বা অঙ্গুরীয় আকৃতির অতিশয় প্যাঁচানো দ্বিতন্ত্রী DNA তন্তুকে ব্যাকটেরিয়াল ক্রোমােজোম বলে।
প্রশ্ন:১০
মেসােজোম কী ?
উত্তর:
ব্যাকটেরিয়ায় সাইটোপ্লাজমীয় পর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে থলির মতাে আকৃতিবিশিষ্ট যে অংশ গঠন করে সাইটোপ্লাজমে অবস্থান করে তাকে মেসােজোম বলে। এটি ব্যাকটেরিয়ার বিভাজনকালে বিভেদ প্রাচীর গঠনে এবং DNA-র প্রতিলিপি গঠনে সাহায্য করে।

Comments
Post a Comment