বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবনবিজ্ঞান MCQs>>শ্বসন সেট ৩
👉প্রশ্ন ১
ফুসফুসের আবরণের নাম কি ?
(a) মেনিনজেস
(b) প্লুরা
(c) পেরিকার্ডিয়াম
(d) ক্যাপসুল
উত্তর (b)
👉প্রশ্ন ২
মানবদেহের মাইটোকনড্রিয়াবিহীন কোশটি হলো-
(a) যকৃতকোশ
(b) স্নায়ু কোশ
(c) শুক্রাণু কোশ
(d) RBC
উত্তর (d)
👉প্রশ্ন ৩
অবাত শ্বসন সম্পন্নকারী একটি প্রাণী হলো -
(a) আরশোলা
(b) ফিতাকৃমি
(c) কেঁচো
(d) শামুক
উত্তর (b)
👉প্রশ্ন ৪
সন্ধান পক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকটি হলো -
(a) টায়ালিন
(b) পেপসিন
(c) জাইমেজ
(d) ট্রিপসিন
উত্তর (c)
👉প্রশ্ন ৫
উদ্ভিদের শ্বসনে সাহায্যকারী একটি অঙ্গ হলো -
(a) পত্ররন্ধ্র
(b) কান্ড
(c) ফুল
(d) বীজ
উত্তর (a)
👉প্রশ্ন ৬
অবাত শ্বসনে প্রয়োজন হয় -
(a) বায়বীয় O২
(b) অজৈব অক্সাইড
(c) জৈব অক্সাইড
(d) জায়মান অক্সিজেন
উত্তর (b)
👉প্রশ্ন ৭
অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট দুটি প্রাণী হলো -
(a) রুই ও কই
(b) শিঙি ও মাগুর
(c) মাগুর ও কাতলা
(d) শিঙি ও মৃগেল
উত্তর (b)
👉প্রশ্ন ৮
এক অনু গ্লুকোজ গ্লাইকোলাইসিস পক্রিয়ায় জারিত হলে কত অনু ATP সৃষ্টি হয় ?
(a) ২
(b) ৮
(c) ১০
(d) ৪
উত্তর (a)
👉প্রশ্ন ৯
বেকারি শিল্পে ব্যবহৃত হয় -
(a) ইস্ট
(b) মিউকর
(c) ক্লোরেল্লা
(d) ক্লোরোফিল
উত্তর (a)
👉প্রশ্ন ১০
মানুষের শ্বাসকেন্দ্র অবস্থিত -
(a) ফুসফুসে
(b) সুষুম্না কাণ্ডে
(c) সুষুম্না শীর্ষকে
(d) মধ্যচ্ছদায়
উত্তর (c)
👉প্রশ্ন ১১
বহিঃ ফুলকা শ্বাস অঙ্গ হলো -
(a) মানুষের
(b) লিমুলাসের
(c) কাঁকড়াবিছের
(d) হলোথুরিয়ার
উত্তর (b)
👉প্রশ্ন ১২
সবাত শ্বসনে অন্তিম ইলেকট্রন গ্রাহকটি হলো -
(a) CO২
(b) H২O
(c) O২
(d) N২O
উত্তর (c)

Comments
Post a Comment