নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞান>>রেচন
👉প্রশ্ন ১
পরাপরিশ্রাবনে সাহায্য করে
( a ) ম্যালপিজিয়ান করপাসলস্
( b ) হেনলীর লুপ
( c ) সংগ্রাহী নালিকা
( d ) নিকটবর্তী সংবর্ত নালিকা
উত্তর।।
পরাপরিস্রাবনে সাহায্য করে ম্যালপিজিয়ান করপাসলস্ ।
👉প্রশ্ন ২
বাকল মােচন করে রেচন পদার্থ ত্যাগ করে —
( a ) পেয়ারা গাছ
( b ) বাবলা গাছ
( c ) হরিতকি গাছ
( d ) রবার গাছ
উত্তর।।
বাকল মােচন করে রেচন পদার্থ ত্যাগ করে পেয়ারা গাছ ।
👉প্রশ্ন ৩
মানবদেহের প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি হল —
( a ) ইউরিয়া
( b ) বিলিরুবিন
( c ) বিলিভারডিন
( d ) সােডিয়াম ক্লোরাইড
উত্তর।।
মানবদেহের প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি হল ইউরিয়া ।
👉প্রশ্ন ৪
যে নালির মাধ্যমে মূত্র বৃক্ক থেকে মূত্রাশয়ে আসে তার নাম -
( a ) ইউরেটার
( b ) ইউরেথ্রা
( c ) পেলভিস
( d ) সাইনাস
উত্তর।।
যে নালির মাধ্যমে মুত্র বৃক্ক থেকে মূত্রাশয়ে আসে তার নাম ইউরেটার ।
👉প্রশ্ন ৫
মানুষের একটি আনুষাঙ্গিক রেচন অঙ্গ হল —
( a ) বৃক্ক
( b ) যকৃত
( c ) পাকস্থলী
( d ) ক্ষুদ্রান্ত্র
উত্তর।।
মানুষের একটি আনুষাঙ্গিক রেচন অঙ্গ হল যকৃত ।
👉প্রশ্ন ৬
দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গটি হল —
( a ) বৃক্ক
( b ) যকৃত
( c ) ফুসফুস
( d ) ত্বক
উত্তর।।
দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গটি হল ত্বক ।
👉প্রশ্ন ৭
গ্যাসীয় রেচন পদার্থ নির্গত হয় —
( a ) বৃক্কের মাধ্যমে
( b ) ফুসফুসের মাধ্যমে
( c ) যকৃতের মাধ্যমে
( d ) ত্বকের মাধ্যমে
উত্তর।।
গ্যাসীয় রেচন পদার্থ নির্গত হয় ফুসফুসের মাধ্যমে ।
👉প্রশ্ন ৮
রাফাইড যুক্ত কোশকে বলে —
( a ) লিথােসিস্ট
( b ) সিস্টোলিথ
( c ) ইডিওব্লাস্ট
( d ) স্পঞ্জিওব্লাস্ট
উত্তর।।
রাফাইড যুক্ত কোশকে বলে ইডিওব্লাস্ট ।
👉প্রশ্ন ৯
বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল —
( a ) নিউরােন
( b ) নেফ্রন
( c ) নিউরােগ্লিয়া
( d ) অ্যালভিওলাই
উত্তর।।
বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন।
👉প্রশ্ন ১০
নেফ্রনের ‘ U ’ আকৃতি বিশিষ্ট সরু নালিকাকে বলে-
( a ) সংগ্রাহী নালী
( b ) বেলিনীর নালী
( c ) হেনলীর লুপ
( d ) গবিনী
উত্তর।।
নেফ্রনের ‘ U ’ আকৃতি বিশিষ্ট সরু নালিকাকে বলে হেনলীর লুপ ।
Comments
Post a Comment