বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবনবিজ্ঞান>>রেচন
👉প্রশ্ন ১
পরাপরিশ্রাবনে সাহায্য করে
( a ) ম্যালপিজিয়ান করপাসলস্
( b ) হেনলীর লুপ
( c ) সংগ্রাহী নালিকা
( d ) নিকটবর্তী সংবর্ত নালিকা
উত্তর।।
পরাপরিস্রাবনে সাহায্য করে ম্যালপিজিয়ান করপাসলস্ ।
👉প্রশ্ন ২
বাকল মােচন করে রেচন পদার্থ ত্যাগ করে —
( a ) পেয়ারা গাছ
( b ) বাবলা গাছ
( c ) হরিতকি গাছ
( d ) রবার গাছ
উত্তর।।
বাকল মােচন করে রেচন পদার্থ ত্যাগ করে পেয়ারা গাছ ।
👉প্রশ্ন ৩
মানবদেহের প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি হল —
( a ) ইউরিয়া
( b ) বিলিরুবিন
( c ) বিলিভারডিন
( d ) সােডিয়াম ক্লোরাইড
উত্তর।।
মানবদেহের প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি হল ইউরিয়া ।
👉প্রশ্ন ৪
যে নালির মাধ্যমে মূত্র বৃক্ক থেকে মূত্রাশয়ে আসে তার নাম -
( a ) ইউরেটার
( b ) ইউরেথ্রা
( c ) পেলভিস
( d ) সাইনাস
উত্তর।।
যে নালির মাধ্যমে মুত্র বৃক্ক থেকে মূত্রাশয়ে আসে তার নাম ইউরেটার ।
👉প্রশ্ন ৫
মানুষের একটি আনুষাঙ্গিক রেচন অঙ্গ হল —
( a ) বৃক্ক
( b ) যকৃত
( c ) পাকস্থলী
( d ) ক্ষুদ্রান্ত্র
উত্তর।।
মানুষের একটি আনুষাঙ্গিক রেচন অঙ্গ হল যকৃত ।
👉প্রশ্ন ৬
দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গটি হল —
( a ) বৃক্ক
( b ) যকৃত
( c ) ফুসফুস
( d ) ত্বক
উত্তর।।
দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গটি হল ত্বক ।
👉প্রশ্ন ৭
গ্যাসীয় রেচন পদার্থ নির্গত হয় —
( a ) বৃক্কের মাধ্যমে
( b ) ফুসফুসের মাধ্যমে
( c ) যকৃতের মাধ্যমে
( d ) ত্বকের মাধ্যমে
উত্তর।।
গ্যাসীয় রেচন পদার্থ নির্গত হয় ফুসফুসের মাধ্যমে ।
👉প্রশ্ন ৮
রাফাইড যুক্ত কোশকে বলে —
( a ) লিথােসিস্ট
( b ) সিস্টোলিথ
( c ) ইডিওব্লাস্ট
( d ) স্পঞ্জিওব্লাস্ট
উত্তর।।
রাফাইড যুক্ত কোশকে বলে ইডিওব্লাস্ট ।
👉প্রশ্ন ৯
বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল —
( a ) নিউরােন
( b ) নেফ্রন
( c ) নিউরােগ্লিয়া
( d ) অ্যালভিওলাই
উত্তর।।
বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল নেফ্রন।
👉প্রশ্ন ১০
নেফ্রনের ‘ U ’ আকৃতি বিশিষ্ট সরু নালিকাকে বলে-
( a ) সংগ্রাহী নালী
( b ) বেলিনীর নালী
( c ) হেনলীর লুপ
( d ) গবিনী
উত্তর।।
নেফ্রনের ‘ U ’ আকৃতি বিশিষ্ট সরু নালিকাকে বলে হেনলীর লুপ ।

Comments
Post a Comment