নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
আন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
আন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
উত্তর:
বিভিন্ন প্রজাতির অন্তর্গত বিভিন্ন প্রাণীদের মধ্যে আশ্রয়, খাদ্য, জনন ইত্যাদির জন্য যে সংগ্রাম ঘটে তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।
প্রশ্ন:২
লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বােঝায় ?
প্রশ্ন:২
লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বােঝায় ?
উত্তর:
উন্নত প্রাণীদের কর্মহীন অনুন্নত গঠনের অঙ্গগুলিকে লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অরগ্যান বলে। লুপ্তপ্রায় অঙ্গগুলি অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়।
প্রশ্ন:৩
প্রশ্ন:৩
গ্যাস্ট্রোলিথ কী ?
উত্তর:
কোনাে প্রাণীর পাকস্থলী মধ্যস্থ পদার্থ যখন পাথরের রূপ পায় তখন তাকে গ্যাস্ট্রোলিথ বলে।
প্রশ্ন:৪
সমবৃত্তি অঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
প্রশ্ন:৪
সমবৃত্তি অঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
প্রাণীদের মধ্যে কিছু অঙ্গ আছে যেগুলি কাজের ভিত্তিতে সাদৃশ্যযুক্ত কিন্তু তাদের উৎপত্তি বৈসাদৃশ্য। সেই ধরণের অঙ্গগুলিকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। উদাহরণ—পাখির ডানা ও পতঙ্গের ডানা।
প্রশ্ন:৫
প্রকরণ কাকে বলে ?
উত্তর:
প্রতিটি প্রজাতির জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাদের প্রকরণ বা ভেদ বলে।
প্রশ্ন:৬
সমসংস্থ অঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে সমস্ত জীবের অঙ্গ গঠন ও উৎপত্তির দিক দিয়ে একই হয় কিন্তু কাজের ধরণ আলাদা, সেই অঙ্গগুলিকে সমসংস্থ অঙ্গ বলে। উদাহরণ—ব্যাঙের অগ্রপদ, ঘােড়ার সামনের পা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার ও মানুষের হাত।
প্রশ্ন:৭
মােল্ড বা ছাঁচ কী ?
প্রশ্ন:৭
মােল্ড বা ছাঁচ কী ?
উত্তর:
পাথরের মধ্যে জীবদেহ আটকা পড়ার পর জীবদেহ পচনে নষ্ট হলে পাথরের মধ্যে যে ফাঁকা জীবছাপ তৈরি হয় তাকে মােল্ড বলে।
প্রশ্ন:৮
মিসিং লিংক কাকে বলে ?
প্রশ্ন:৮
মিসিং লিংক কাকে বলে ?
উত্তর:
কিছু কিছু অবলুপ্ত জীবের সন্ধান পাওয়া যায় যাদের কেবলমাত্র জীবাশ্মরূপে দেহাবশেষ পাওয়া যায় এবং এদের মধ্যে দুই গােষ্ঠীর জীবের গুণাগুণের চিহ্ন মেলে। এমন লুপ্ত জীবেদের মিসিং লিংক বলে।
উদাহরণ—আর্কিওপটেরিক্স।
প্রশ্ন:৯
ছদ্মজীবাশ্ম কাকে বলে ?
প্রশ্ন:৯
ছদ্মজীবাশ্ম কাকে বলে ?
উত্তর:
অনেক সময় স্তরীভূত শিলার মধ্যে অজৈব পদার্থ জমে জীবদেহের কোনাে অংশের অনুরূপ প্রকৃতি আহরণ করলে এগুলিকে আপাতদৃষ্টিতে জীবাশ্ম বলে মনে হয়। তখন একে ছদ্মজীবাশ্ম বলে।
প্রশ্ন:১০
অন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
প্রশ্ন:১০
অন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
উত্তর:
একটি প্রজাতির অন্তর্গত বিভিন্ন প্রাণীদের মধ্যে আশ্রয়, খাদ্য, প্রজনন ইত্যাদির জন্য যে সংগ্রাম ঘটে তাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।
Comments
Post a Comment