ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
আন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
আন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
উত্তর:
বিভিন্ন প্রজাতির অন্তর্গত বিভিন্ন প্রাণীদের মধ্যে আশ্রয়, খাদ্য, জনন ইত্যাদির জন্য যে সংগ্রাম ঘটে তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।
প্রশ্ন:২
লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বােঝায় ?
প্রশ্ন:২
লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বােঝায় ?
উত্তর:
উন্নত প্রাণীদের কর্মহীন অনুন্নত গঠনের অঙ্গগুলিকে লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অরগ্যান বলে। লুপ্তপ্রায় অঙ্গগুলি অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়।
প্রশ্ন:৩
প্রশ্ন:৩
গ্যাস্ট্রোলিথ কী ?
উত্তর:
কোনাে প্রাণীর পাকস্থলী মধ্যস্থ পদার্থ যখন পাথরের রূপ পায় তখন তাকে গ্যাস্ট্রোলিথ বলে।
প্রশ্ন:৪
সমবৃত্তি অঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
প্রশ্ন:৪
সমবৃত্তি অঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
প্রাণীদের মধ্যে কিছু অঙ্গ আছে যেগুলি কাজের ভিত্তিতে সাদৃশ্যযুক্ত কিন্তু তাদের উৎপত্তি বৈসাদৃশ্য। সেই ধরণের অঙ্গগুলিকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। উদাহরণ—পাখির ডানা ও পতঙ্গের ডানা।
প্রশ্ন:৫
প্রকরণ কাকে বলে ?
উত্তর:
প্রতিটি প্রজাতির জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাদের প্রকরণ বা ভেদ বলে।
প্রশ্ন:৬
সমসংস্থ অঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যে সমস্ত জীবের অঙ্গ গঠন ও উৎপত্তির দিক দিয়ে একই হয় কিন্তু কাজের ধরণ আলাদা, সেই অঙ্গগুলিকে সমসংস্থ অঙ্গ বলে। উদাহরণ—ব্যাঙের অগ্রপদ, ঘােড়ার সামনের পা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার ও মানুষের হাত।
প্রশ্ন:৭
মােল্ড বা ছাঁচ কী ?
প্রশ্ন:৭
মােল্ড বা ছাঁচ কী ?
উত্তর:
পাথরের মধ্যে জীবদেহ আটকা পড়ার পর জীবদেহ পচনে নষ্ট হলে পাথরের মধ্যে যে ফাঁকা জীবছাপ তৈরি হয় তাকে মােল্ড বলে।
প্রশ্ন:৮
মিসিং লিংক কাকে বলে ?
প্রশ্ন:৮
মিসিং লিংক কাকে বলে ?
উত্তর:
কিছু কিছু অবলুপ্ত জীবের সন্ধান পাওয়া যায় যাদের কেবলমাত্র জীবাশ্মরূপে দেহাবশেষ পাওয়া যায় এবং এদের মধ্যে দুই গােষ্ঠীর জীবের গুণাগুণের চিহ্ন মেলে। এমন লুপ্ত জীবেদের মিসিং লিংক বলে।
উদাহরণ—আর্কিওপটেরিক্স।
প্রশ্ন:৯
ছদ্মজীবাশ্ম কাকে বলে ?
প্রশ্ন:৯
ছদ্মজীবাশ্ম কাকে বলে ?
উত্তর:
অনেক সময় স্তরীভূত শিলার মধ্যে অজৈব পদার্থ জমে জীবদেহের কোনাে অংশের অনুরূপ প্রকৃতি আহরণ করলে এগুলিকে আপাতদৃষ্টিতে জীবাশ্ম বলে মনে হয়। তখন একে ছদ্মজীবাশ্ম বলে।
প্রশ্ন:১০
অন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
প্রশ্ন:১০
অন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে ?
উত্তর:
একটি প্রজাতির অন্তর্গত বিভিন্ন প্রাণীদের মধ্যে আশ্রয়, খাদ্য, প্রজনন ইত্যাদির জন্য যে সংগ্রাম ঘটে তাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।
Comments
Post a Comment