ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
ক্রো-ম্যাগনন মানুষ কাদের বলে ?
উত্তর:
প্রায় 30,000 বছর আগে নিয়ানডারথাল মানুষের পরে, ক্রোম্যাগনন মানুষের আবির্ভাব ঘটেছিল। আধুনিক মানুষ ক্রোম্যাগনন মানুষেরই সমতুল্য।
প্রশ্ন:২
সাবস্ট্যানটিভ ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর:
গুণগত মানের ভিত্তিতে যে সকল চরিত্র বিচার্য হয় তাদের বলে সাবস্ট্যানটিভ চরিত্র। যখন এমন বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তখন তাকে সাবস্ট্যানটিভ ভেরিয়েশন বলে।
প্রশ্ন:৩
মেরিস্টিক ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর:
সংখ্যার ভিত্তিতে যখন দেহের কোনাে অংশ বা অঙ্গ-চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় তখন তাকে মেরিস্টিক চরিত্র বলা হয়। এমন বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ দেখা দিলে তাকে মেরিস্টিক ভেরিয়েশন বলে।
প্রশ্ন:৪
ডুপ্লিকেশন কী ?
উত্তর:
ক্রোমােজোমে কোনাে অংশ দুই বা তার থেকে বেশি উপস্থিত থাকলে ক্রোমােজোমে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে ডুপ্লিকেশন বলে। এই ধরণের মিউটেশনের ফলে ক্রোমােজোম দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং জিনেরও পরিমাণ বৃদ্ধি পায়।
প্রশ্ন:৫
প্রাকৃতিক নির্বাচন কত রকমের হয় ?
উত্তর:
প্রাকৃতিক নির্বাচন তিন রকমের, যথা—(i) স্টেবিলাইজিং সিলেকশন, (ii) ডাইরেকশনাল সিলেকশন এবং (iii) ডিসরাপটিভ সিলেকশন।
প্রশ্ন:৬
ট্রান্সভারশন কাকে বলে ?
উত্তর:
একটি পিউরিন যদি একটি পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয় বা একটি পিরিমিডিন একটি পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে ট্রান্সভারশন বলে।
প্রশ্ন:৭
সােমাটোজেনিক ও ব্লাস্টোজেনিক ভেরিয়েশনের পার্থক্য লেখাে।
উত্তর:
সােমাটোজেনিক ভেরিয়েশন—
(i) দেহকোশে সীমাবদ্ধ।
(ii) জীবদশায় দেহগঠনের কোশে জেগে ওঠে।
(iii) সাধারণত পরিবেশের প্রভাবে জাগ্রত হয়।
ব্লাস্টোজেনিক ভেরিয়েশন—
(i) জার্মকোশে সীমাবদ্ধ।
(ii) গ্যামেট তৈরি হওয়ার সময়ে গ্যামেটের মধ্যে আসে।
(iii) সাধারণত মিউটেশন বা রিকম্বিনেশনের ফলে আবির্ভূত হয়।
প্রশ্ন:৮
ট্রানজিশন কাকে বলে ?
উত্তর:
পিরিমিডিন বেস (T, C) অপর পিরিমিডিন দিয়ে, আবার পিউরিন বেস (A, G) অপর পিউরিন বেস দিয়ে প্রতিস্থাপনকে বলে ট্রানজিশন।
প্রশ্ন:৯
বনমানুষ ও মানুষের মধ্যে কী পার্থক্য দেখা যায় ?
উত্তর:
বনমানুষের পা-হাতের তুলনায় ছােটো, তাই তারা চার পায়ে দৌড়ায়। মানুষের পা-হাতের তুলনায় বড়ো, তাই তারা দু-পায়ে দৌড়ােতে পারে।
প্রশ্ন:১০
আধুনিক মানুষের পূর্বপুরুষদের নাম কী ?
উত্তর:
আধুনিক মানুষের পূর্বপুরুষদের যে পরিচয় পাওয়া যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের নাম হল–ড্রায়ােপিথেকাস→রামাপিথেকাস→অস্ট্রালােপিথেকাস→পিথেক্যানথ্রোপাস→নিয়ানডারথাল→ক্রোম্যাগনন→মানুষ।
Comments
Post a Comment