নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
ক্রো-ম্যাগনন মানুষ কাদের বলে ?
উত্তর:
প্রায় 30,000 বছর আগে নিয়ানডারথাল মানুষের পরে, ক্রোম্যাগনন মানুষের আবির্ভাব ঘটেছিল। আধুনিক মানুষ ক্রোম্যাগনন মানুষেরই সমতুল্য।
প্রশ্ন:২
সাবস্ট্যানটিভ ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর:
গুণগত মানের ভিত্তিতে যে সকল চরিত্র বিচার্য হয় তাদের বলে সাবস্ট্যানটিভ চরিত্র। যখন এমন বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তখন তাকে সাবস্ট্যানটিভ ভেরিয়েশন বলে।
প্রশ্ন:৩
মেরিস্টিক ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর:
সংখ্যার ভিত্তিতে যখন দেহের কোনাে অংশ বা অঙ্গ-চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় তখন তাকে মেরিস্টিক চরিত্র বলা হয়। এমন বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ দেখা দিলে তাকে মেরিস্টিক ভেরিয়েশন বলে।
প্রশ্ন:৪
ডুপ্লিকেশন কী ?
উত্তর:
ক্রোমােজোমে কোনাে অংশ দুই বা তার থেকে বেশি উপস্থিত থাকলে ক্রোমােজোমে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে ডুপ্লিকেশন বলে। এই ধরণের মিউটেশনের ফলে ক্রোমােজোম দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং জিনেরও পরিমাণ বৃদ্ধি পায়।
প্রশ্ন:৫
প্রাকৃতিক নির্বাচন কত রকমের হয় ?
উত্তর:
প্রাকৃতিক নির্বাচন তিন রকমের, যথা—(i) স্টেবিলাইজিং সিলেকশন, (ii) ডাইরেকশনাল সিলেকশন এবং (iii) ডিসরাপটিভ সিলেকশন।
প্রশ্ন:৬
ট্রান্সভারশন কাকে বলে ?
উত্তর:
একটি পিউরিন যদি একটি পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয় বা একটি পিরিমিডিন একটি পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে ট্রান্সভারশন বলে।
প্রশ্ন:৭
সােমাটোজেনিক ও ব্লাস্টোজেনিক ভেরিয়েশনের পার্থক্য লেখাে।
উত্তর:
সােমাটোজেনিক ভেরিয়েশন—
(i) দেহকোশে সীমাবদ্ধ।
(ii) জীবদশায় দেহগঠনের কোশে জেগে ওঠে।
(iii) সাধারণত পরিবেশের প্রভাবে জাগ্রত হয়।
ব্লাস্টোজেনিক ভেরিয়েশন—
(i) জার্মকোশে সীমাবদ্ধ।
(ii) গ্যামেট তৈরি হওয়ার সময়ে গ্যামেটের মধ্যে আসে।
(iii) সাধারণত মিউটেশন বা রিকম্বিনেশনের ফলে আবির্ভূত হয়।
প্রশ্ন:৮
ট্রানজিশন কাকে বলে ?
উত্তর:
পিরিমিডিন বেস (T, C) অপর পিরিমিডিন দিয়ে, আবার পিউরিন বেস (A, G) অপর পিউরিন বেস দিয়ে প্রতিস্থাপনকে বলে ট্রানজিশন।
প্রশ্ন:৯
বনমানুষ ও মানুষের মধ্যে কী পার্থক্য দেখা যায় ?
উত্তর:
বনমানুষের পা-হাতের তুলনায় ছােটো, তাই তারা চার পায়ে দৌড়ায়। মানুষের পা-হাতের তুলনায় বড়ো, তাই তারা দু-পায়ে দৌড়ােতে পারে।
প্রশ্ন:১০
আধুনিক মানুষের পূর্বপুরুষদের নাম কী ?
উত্তর:
আধুনিক মানুষের পূর্বপুরুষদের যে পরিচয় পাওয়া যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের নাম হল–ড্রায়ােপিথেকাস→রামাপিথেকাস→অস্ট্রালােপিথেকাস→পিথেক্যানথ্রোপাস→নিয়ানডারথাল→ক্রোম্যাগনন→মানুষ।
Comments
Post a Comment