শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
অ্যাডেনিনযুক্ত নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের নাম লেখাে।
উত্তর:
অ্যাডেনিনযুক্ত নিউক্লিওটাইড হল—অ্যাডেনাইলিক অ্যাসিড।
অ্যাডেনিনযুক্ত নিউক্লিওসাইড হল—অ্যাডিনােসিন।
প্রশ্ন:২
r-RNA বলতে কী বােঝাে ?
উত্তর:
যে বিশেষ RNA রাইবােজোমের প্রােটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবােজোম অঙ্গাণুটি গঠন করে তাকে রাইবােজোমাল RNA বা r-RNA বলে।
প্রশ্ন:৩
RNA-র সংজ্ঞা দাও।
উত্তর:
DNA থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে উৎপন্ন যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড প্রােটিন সংশ্লেষ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে RNA বলে।
প্রশ্ন:৪
DNA প্যাকেজিং কাকে বলে ?
উত্তর:
কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমােজোম ঘনসংবদ্ধ হয়ে সবচেয়ে ছোটো আকার ধারণ করে। মানুষের সবচেয়ে বড়াে ক্রোমােজোমটি পরিসরে 10*0.5 μm এর মধ্যে থাকে প্রায় 85 mm দীর্ঘ DNA। সুতরাং অল্প পরিসর ক্রোমােজোমের মধ্যে 85 mm DNA কে জায়গা করে নেওয়ার জন্য প্রায় 10⁴ মাত্রায় এর ঘনীভবন ঘটেছে। একে বলে DNA প্যাকেজিং।
প্রশ্ন:৫
রূপান্তরভবন বলতে কী বােঝাে ?
উত্তর:
যে পদ্ধতিতে কোনাে দাতা ব্যাকটেরিয়ার DNA-র একাংশ দাতা ও গ্রহীতা ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ সংযােগ ছাড়াই কোনাে মাধ্যমের সাহায্যে পরিবাহিত হয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ায় প্রবেশ করে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় তাকে ট্রান্সফরমেশন বা রূপান্তরভবন বলে।
প্রশ্ন:৬
t-RNA বলতে কী বােঝাে ?
উত্তর:
যে RNA অণু সাইটোপ্লাজমের অ্যামাইনাে অ্যাসিডের ভাণ্ডার থেকে অ্যামাইনাে অ্যাসিড স্থানান্তরিত করে রাইবােজোমে নিয়ে আসে তাকে ট্রান্সফার RNA বা t-RNA বলে।
প্রশ্ন:৭
m-RNA বলতে কী বােঝাে ?
উত্তর:
যে বিশেষ RNA, DNA-র মধ্যে নিহিত জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে ও রাইবােজোমে প্রােটিন সংশ্লেষের মাধ্যমে তা প্রকাশ করে তাকে ম্যাসেঞ্জার RNA বা m-RNA বলে।
প্রশ্ন:৮
DNA-র সংজ্ঞা দাও।
উত্তর:
নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবােজ শর্করা এবং ফসফোরিক অ্যাসিড সহযােগে গঠিত যে দীর্ঘ জৈব অণু স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম এবং জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তাকে DNA বলে।
প্রশ্ন:৯
নন্ জেনেটিক RNA কাকে বলে ?
উত্তর:
যে RNA ট্রানস্লেশন প্রক্রিয়ায় প্রােটিন সংশ্লেষ পদ্ধতি নিয়ন্ত্রণ করে কিন্তু নিজের প্রতিলিপি গঠন করতে পারে না এবং সরাসরিভাবে বংশগতির বৈশিষ্ট্যগুলি বহন করে না তাকে নন্ জেনেটিক RNA বলে।
প্রশ্ন:১০
প্লাসমিড কাকে বলে ?
উত্তর:
ব্যাকটেরিয়া কোশের সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তুর বাইরে যে এক বা একাধিক চক্রাকার DNA অণু থাকে তাদের প্লাসমিড বলে।
Comments
Post a Comment