নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
অ্যাডেনিনযুক্ত নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের নাম লেখাে।
উত্তর:
অ্যাডেনিনযুক্ত নিউক্লিওটাইড হল—অ্যাডেনাইলিক অ্যাসিড।
অ্যাডেনিনযুক্ত নিউক্লিওসাইড হল—অ্যাডিনােসিন।
প্রশ্ন:২
r-RNA বলতে কী বােঝাে ?
উত্তর:
যে বিশেষ RNA রাইবােজোমের প্রােটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবােজোম অঙ্গাণুটি গঠন করে তাকে রাইবােজোমাল RNA বা r-RNA বলে।
প্রশ্ন:৩
RNA-র সংজ্ঞা দাও।
উত্তর:
DNA থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে উৎপন্ন যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড প্রােটিন সংশ্লেষ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে RNA বলে।
প্রশ্ন:৪
DNA প্যাকেজিং কাকে বলে ?
উত্তর:
কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমােজোম ঘনসংবদ্ধ হয়ে সবচেয়ে ছোটো আকার ধারণ করে। মানুষের সবচেয়ে বড়াে ক্রোমােজোমটি পরিসরে 10*0.5 μm এর মধ্যে থাকে প্রায় 85 mm দীর্ঘ DNA। সুতরাং অল্প পরিসর ক্রোমােজোমের মধ্যে 85 mm DNA কে জায়গা করে নেওয়ার জন্য প্রায় 10⁴ মাত্রায় এর ঘনীভবন ঘটেছে। একে বলে DNA প্যাকেজিং।
প্রশ্ন:৫
রূপান্তরভবন বলতে কী বােঝাে ?
উত্তর:
যে পদ্ধতিতে কোনাে দাতা ব্যাকটেরিয়ার DNA-র একাংশ দাতা ও গ্রহীতা ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ সংযােগ ছাড়াই কোনাে মাধ্যমের সাহায্যে পরিবাহিত হয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ায় প্রবেশ করে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় তাকে ট্রান্সফরমেশন বা রূপান্তরভবন বলে।
প্রশ্ন:৬
t-RNA বলতে কী বােঝাে ?
উত্তর:
যে RNA অণু সাইটোপ্লাজমের অ্যামাইনাে অ্যাসিডের ভাণ্ডার থেকে অ্যামাইনাে অ্যাসিড স্থানান্তরিত করে রাইবােজোমে নিয়ে আসে তাকে ট্রান্সফার RNA বা t-RNA বলে।
প্রশ্ন:৭
m-RNA বলতে কী বােঝাে ?
উত্তর:
যে বিশেষ RNA, DNA-র মধ্যে নিহিত জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে ও রাইবােজোমে প্রােটিন সংশ্লেষের মাধ্যমে তা প্রকাশ করে তাকে ম্যাসেঞ্জার RNA বা m-RNA বলে।
প্রশ্ন:৮
DNA-র সংজ্ঞা দাও।
উত্তর:
নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবােজ শর্করা এবং ফসফোরিক অ্যাসিড সহযােগে গঠিত যে দীর্ঘ জৈব অণু স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম এবং জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তাকে DNA বলে।
প্রশ্ন:৯
নন্ জেনেটিক RNA কাকে বলে ?
উত্তর:
যে RNA ট্রানস্লেশন প্রক্রিয়ায় প্রােটিন সংশ্লেষ পদ্ধতি নিয়ন্ত্রণ করে কিন্তু নিজের প্রতিলিপি গঠন করতে পারে না এবং সরাসরিভাবে বংশগতির বৈশিষ্ট্যগুলি বহন করে না তাকে নন্ জেনেটিক RNA বলে।
প্রশ্ন:১০
প্লাসমিড কাকে বলে ?
উত্তর:
ব্যাকটেরিয়া কোশের সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তুর বাইরে যে এক বা একাধিক চক্রাকার DNA অণু থাকে তাদের প্লাসমিড বলে।
Comments
Post a Comment