পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
ইনভারশন কী ?
উত্তর:
কোনো ক্রোমােজোমের বাহক অংশ একই স্থানে 180° কোণে ঘুরে যখন বিপরীত সজ্জাক্রমে অবস্থান করে তখন তাকে ইনভারশন বলে। উদাহরণ—Drosophila মাছির ক্ষেত্রে CLB মিউটেশন যুক্ত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়।
প্রশ্ন:২
জেনেটিক ড্রিফট কী ?
উত্তর:
একটি বৃহৎ পপুলেশন থেকে ব্যক্তি বিশেষের ছােটো একটি গ্রুপ যখন পৃথক হয় তখন জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে, একে জেনেটিক ড্রিফট বলে।
প্রশ্ন:৩
অ্যানিউপ্লয়ডি কাকে বলে ?
উত্তর:
কোশস্থ সমসংস্থ ক্রোমােজোম সংখ্যার হ্রাস বা ক্রোমােজোমের সংখ্যাবৃদ্ধির ঘটনাকে অ্যানিউপ্লয়ডি বলে।
প্রশ্ন:৪
মানুষ ও এপের প্রধান চারটি করে পার্থক্য দেখাও।
উত্তর:
মানুষ—
(i) সমগ্র দেহে খুব হালকা লোমের আবরণ থাকে।
(ii) মানুষ দুটি পা দিয়েই হাঁটতে পারে।
(iii) অগ্রপদ এপের তুলনায় ছােটো।
(iv) সােজা হয়ে দাঁড়াতে পারে।
এপ—
(i) সমগ্র দেহে ঘন, পুরু লােমের আবরণে আবৃত।
(ii) হাঁটার জন্য চারটি পা কাজে লাগায়।
(iii) অগ্রপদ মানুষের তুলনায় বড়াে।
(iv) সােজা হয়ে দাঁড়াতে পারে না, আংশিক খাড়াভাবে থাকে।
প্রশ্ন:৫
ডিলিশন কাকে বলে ?
উত্তর:
যদি ক্রোমােজোমের কোনাে অংশ বিচ্যুত হয় এবং আকারে পরিবর্তন ঘটে তাকে ডিলিশন বলে। উদাহরণ—মানুষের ক্রাই-ডু-চ্যাট সিন্ড্রোম।
প্রশ্ন:৬
অ্যাডাপটিভ রেডিয়েশন বলতে কী বােঝাে ?
উত্তর:
একই গােত্রের প্রাণীরা বিভিন্ন পরিবেশে থাকার দরুন ও বিভিন্নরকম অভিযােজনের তাগিদে আকৃতিগতভাবে বিচিত্র হয়ে পড়ে। একেই আমরা অভিযােজিত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন বলি।
প্রশ্ন:৭
জিন ফ্লো কাকে বলে ?
উত্তর:
গ্যামেটের/জাইগােটের স্থানান্তরের ফলে দুটি পপুলেশনের মধ্যে জেনেটিক ফ্যাক্টরের বিনিময়কে জিন ফ্লো বলে।
প্রশ্ন:৮
ট্রান্সলোকেশন বলতে কী বােঝাে ?
উত্তর:
কোনাে ক্রোমােজোমের কোনাে অংশ সমসংস্থ ক্রোমােজোম ছাড়া অন্য ক্রোমােজোমে স্থানান্তরিত হয় তাকে ট্রান্সলােকেশন বলে। এতে ক্রোমােজোমের বৃদ্ধি বা হ্রাস ঘটে। উদাহরণ— মানুষের ডাউন সিন্ড্রোমে 15 ও 21 নং ক্রোমােজোমের মধ্যে ট্রান্সলােকেশন ঘটে।
প্রশ্ন:৯
পলিপ্লয়ডি কাকে বলে ?
উত্তর:
ক্রোমােজোম সেট সংখ্যার পরিবর্তন ঘটলে যদি জীবের চরিত্রগত পরিবর্তন আসে তখন তাকে পলিপ্লয়ডি বলে।
প্রশ্ন:১০
ইউপ্লয়ডি কী ?
উত্তর:
ক্রোমােজোম সংখ্যা জিনােম সেটের গুণিতক আকারে বৃদ্ধি পেলে তাকে ইউপ্লয়ডি বলে।
Comments
Post a Comment