নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মিনি স্যাটেলাইট কী ?
উত্তর:
বিজ্ঞানীরা দেখেছেন মানুষের মধ্যে DNA ফিঙ্গার প্রিন্টের মধ্যে পার্থক্য নির্ভর করে DNA-র মধ্যে বসে থাকা ছােটো ছােটো বেস সজ্জার পুনরাবৃত্তি। এদের মিনি স্যাটেলাইট বা মাইকো স্যাটেলাইট DNA বলে।
প্রশ্ন:২
DNA-র কাজগুলি লেখাে।
উত্তর:
(i) DNA বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহকরূপে কাজ করে।
(ii) DNA প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কোশের সমস্ত জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে।
(iii) প্রােটিন ও RNA সংশ্লেষ করা DNA-র গুরুত্বপূর্ণ কাজ।
(iv) DNA নিজ প্রতিলিপি গঠন করে অপত্য DNA সৃষ্টি করে।
প্রশ্ন:৩
m-RNA ও t-RNA-র পার্থক্য দেখাও।
উত্তর:
m-RNA ক্রোমোজোম মধ্যস্থ DNA-র যে-কোনাে একটি শৃঙ্খল থেকে উৎপন্ন হয়ে DNA-র বার্তা বহন করে সাইটোপ্লাজমে আসে এবং t-RNA ও রাইবােজোমের সাহায্যে প্রােটিন সংশ্লেষ করে। অপরপক্ষে, t-RNA, DNA থেকে উৎপন্ন হয়ে সাইটোপ্লাজমে এসে কোশের অ্যামাইনাে অ্যাসিড ভাণ্ডার থেকে m-RNA কর্তৃক নির্দেশিত কোডন বা সংকেত বুঝে নিয়ে সঠিক অ্যামাইনাে অ্যাসিড সংগ্রহ করে প্রােটিন সংশ্লেষ স্থানে নিয়ে যায়।
প্রশ্ন:৪
অ্যান্টিসেন্স RNA কী ?
উত্তর:
এটি m-RNA-র পরিপূরক বেস দিয়ে গঠিত এবং m-RNA-র সঙ্গে যুক্ত হয়ে সংকর (hybrid) গঠন করে এবং প্রােটিন সংশ্লেষে বাধাদান করে।
প্রশ্ন:৫
পিউরিন ও পিরিমিডিনের মধ্যে একটি পার্থক্য দেখাও।
উত্তর:
পিউরিন—
(i) পিউরিন অণু একটি ছয় কার্বনযুক্ত বলয় পিরিমিডিন এবং একটি পাঁচ কার্বনযুক্ত বলয় ইমিডাজোল নিয়ে গঠিত।
পিরিমিডিন—
(i) একটি মাত্র ছয় কার্বনযুক্ত বলয় নিয়ে গঠিত।
প্রশ্ন:৬
প্রােটিন সংশ্লেষে RNA-র ভূমিকা কী ?
উত্তর:
প্রােটিন সংশ্লেষে RNA-র ভূমিকা হল—
(i) প্রােটিন উৎপাদনের সময় DNA সরাসরি সাইটোপ্লাজমে না এসে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে m-RNA সংশ্লেষ করে।
(ii) এই m-RNA নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমীয় রাইবােজোম অংশে জেনেটিক বার্তা বহন করে আনে।
(iii) ওই জেনেটিক বার্তা অনুযায়ী রাইবােজোম মধ্যস্থ r-RNA ওই বার্তা পঠনে অংশ নেয়।
(iv) সেই পাঠ অনুসারে t-RNA পরপর অ্যামাইনাে অ্যাসিডগুলিকে সাজিয়ে প্রােটিন সংশ্লেষ করে।
প্রশ্ন:৭
ওপেরনের সংজ্ঞা দাও।
উত্তর:
সংগঠক জিন ও তাদের নিয়ন্ত্রক উপাদান সহ যে জিনগােষ্ঠী প্রােক্যারিওট কোশে বিশেষ কোনাে বিপাকে কাজের জন্য নির্ধারিত তাকে ওপেরন বলে।
প্রশ্ন:৮
কোডন ও অ্যান্টিকোডন কাকে বলে ?
উত্তর:
m-RNA-তে অবস্থিত তিনটি নাইট্রোজেন বেসের সজ্জাক্রম, যা DNA তে অবস্থিত নাইট্রোজেন বেসের পরিপূরক এবং যা একটি অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে তাকে কোডন বলে। অপরপক্ষে, t-RNA তে অবস্থিত তিনটি নাইট্রোজেন বেসের সজ্জাক্রম, যা কোডন বেসের পরিপূরক, তাকে অ্যান্টিকোডন বলে।
প্রশ্ন:৯
DNA ফিঙ্গার প্রিন্টিং কাকে বলে ?
উত্তর:
VNTR-এর ভিত্তিতে কোনাে মানুষের কোশস্থ DNA-কে রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ দিয়ে খণ্ডিত করে মানুষটিকে চেনার বা শনাক্ত করার পদ্ধতিকে DNA ফিঙ্গার প্রিন্টিং বলে।
প্রশ্ন:১০
নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর:
নিউক্লিওসাইড—
(i) এটি এক অণু পাঁচ কার্বনযুক্ত শর্করা এবং একটি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত।
(ii) এটি DNA ও RNA-র অসম্পূর্ণ গঠনগত একক।
নিউক্লিওটাইড—
(i) এটি এক অণু পাঁচকার্বনযুক্ত শর্করা, একটি নাইট্রোজেন বেস এবং এক অণু ফসফোরিক অ্যাসিড নিয়ে গঠিত।
(ii) এটি DNA ও RNA-র সম্পূর্ণ গঠনগত একক।
Comments
Post a Comment