ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মিনি স্যাটেলাইট কী ?
উত্তর:
বিজ্ঞানীরা দেখেছেন মানুষের মধ্যে DNA ফিঙ্গার প্রিন্টের মধ্যে পার্থক্য নির্ভর করে DNA-র মধ্যে বসে থাকা ছােটো ছােটো বেস সজ্জার পুনরাবৃত্তি। এদের মিনি স্যাটেলাইট বা মাইকো স্যাটেলাইট DNA বলে।
প্রশ্ন:২
DNA-র কাজগুলি লেখাে।
উত্তর:
(i) DNA বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহকরূপে কাজ করে।
(ii) DNA প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কোশের সমস্ত জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে।
(iii) প্রােটিন ও RNA সংশ্লেষ করা DNA-র গুরুত্বপূর্ণ কাজ।
(iv) DNA নিজ প্রতিলিপি গঠন করে অপত্য DNA সৃষ্টি করে।
প্রশ্ন:৩
m-RNA ও t-RNA-র পার্থক্য দেখাও।
উত্তর:
m-RNA ক্রোমোজোম মধ্যস্থ DNA-র যে-কোনাে একটি শৃঙ্খল থেকে উৎপন্ন হয়ে DNA-র বার্তা বহন করে সাইটোপ্লাজমে আসে এবং t-RNA ও রাইবােজোমের সাহায্যে প্রােটিন সংশ্লেষ করে। অপরপক্ষে, t-RNA, DNA থেকে উৎপন্ন হয়ে সাইটোপ্লাজমে এসে কোশের অ্যামাইনাে অ্যাসিড ভাণ্ডার থেকে m-RNA কর্তৃক নির্দেশিত কোডন বা সংকেত বুঝে নিয়ে সঠিক অ্যামাইনাে অ্যাসিড সংগ্রহ করে প্রােটিন সংশ্লেষ স্থানে নিয়ে যায়।
প্রশ্ন:৪
অ্যান্টিসেন্স RNA কী ?
উত্তর:
এটি m-RNA-র পরিপূরক বেস দিয়ে গঠিত এবং m-RNA-র সঙ্গে যুক্ত হয়ে সংকর (hybrid) গঠন করে এবং প্রােটিন সংশ্লেষে বাধাদান করে।
প্রশ্ন:৫
পিউরিন ও পিরিমিডিনের মধ্যে একটি পার্থক্য দেখাও।
উত্তর:
পিউরিন—
(i) পিউরিন অণু একটি ছয় কার্বনযুক্ত বলয় পিরিমিডিন এবং একটি পাঁচ কার্বনযুক্ত বলয় ইমিডাজোল নিয়ে গঠিত।
পিরিমিডিন—
(i) একটি মাত্র ছয় কার্বনযুক্ত বলয় নিয়ে গঠিত।
প্রশ্ন:৬
প্রােটিন সংশ্লেষে RNA-র ভূমিকা কী ?
উত্তর:
প্রােটিন সংশ্লেষে RNA-র ভূমিকা হল—
(i) প্রােটিন উৎপাদনের সময় DNA সরাসরি সাইটোপ্লাজমে না এসে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে m-RNA সংশ্লেষ করে।
(ii) এই m-RNA নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমীয় রাইবােজোম অংশে জেনেটিক বার্তা বহন করে আনে।
(iii) ওই জেনেটিক বার্তা অনুযায়ী রাইবােজোম মধ্যস্থ r-RNA ওই বার্তা পঠনে অংশ নেয়।
(iv) সেই পাঠ অনুসারে t-RNA পরপর অ্যামাইনাে অ্যাসিডগুলিকে সাজিয়ে প্রােটিন সংশ্লেষ করে।
প্রশ্ন:৭
ওপেরনের সংজ্ঞা দাও।
উত্তর:
সংগঠক জিন ও তাদের নিয়ন্ত্রক উপাদান সহ যে জিনগােষ্ঠী প্রােক্যারিওট কোশে বিশেষ কোনাে বিপাকে কাজের জন্য নির্ধারিত তাকে ওপেরন বলে।
প্রশ্ন:৮
কোডন ও অ্যান্টিকোডন কাকে বলে ?
উত্তর:
m-RNA-তে অবস্থিত তিনটি নাইট্রোজেন বেসের সজ্জাক্রম, যা DNA তে অবস্থিত নাইট্রোজেন বেসের পরিপূরক এবং যা একটি অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে তাকে কোডন বলে। অপরপক্ষে, t-RNA তে অবস্থিত তিনটি নাইট্রোজেন বেসের সজ্জাক্রম, যা কোডন বেসের পরিপূরক, তাকে অ্যান্টিকোডন বলে।
প্রশ্ন:৯
DNA ফিঙ্গার প্রিন্টিং কাকে বলে ?
উত্তর:
VNTR-এর ভিত্তিতে কোনাে মানুষের কোশস্থ DNA-কে রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ দিয়ে খণ্ডিত করে মানুষটিকে চেনার বা শনাক্ত করার পদ্ধতিকে DNA ফিঙ্গার প্রিন্টিং বলে।
প্রশ্ন:১০
নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর:
নিউক্লিওসাইড—
(i) এটি এক অণু পাঁচ কার্বনযুক্ত শর্করা এবং একটি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত।
(ii) এটি DNA ও RNA-র অসম্পূর্ণ গঠনগত একক।
নিউক্লিওটাইড—
(i) এটি এক অণু পাঁচকার্বনযুক্ত শর্করা, একটি নাইট্রোজেন বেস এবং এক অণু ফসফোরিক অ্যাসিড নিয়ে গঠিত।
(ii) এটি DNA ও RNA-র সম্পূর্ণ গঠনগত একক।
Comments
Post a Comment