সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
সারা ভারত কিষান সভা কবে গঠিত হয় ?
উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:২
সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) এর প্রথম রাষ্ট্রনায়কের নাম কী ছিল ?
উত্তর: ডি.এস. সেনাপতি।
প্রশ্ন:৩
সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন ?
উত্তর: র্যামসে ম্যাকডোনাল্ড, ১৯৩২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৪
সীমান্ত গান্ধি কাকে বলা হয় ?
উত্তর: খান আবদুল গফফর খান।
প্রশ্ন:৫
সাম্রাজ্যবাদের যুগ কোন্ সময়কালকে বলা হয় ?
উত্তর: ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দ-এর সময়কালকে।
প্রশ্ন:৬
সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা কে করেন ?
উত্তর: রাসবিহারী বসু।
প্রশ্ন:৭
সি.আর.মার্টিন কার ছদ্মনাম ?
উত্তর: মানবেন্দ্রনাথ রায়।
প্রশ্ন:৮
কোনটি চির শান্তির শহর নামে পরিচিত ?
উত্তর: রোম।
প্রশ্ন:৯
সারা ভারত কিষান সভার প্রথম সাধারণ সম্পাদক কে ?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
প্রশ্ন:১০
সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।
Comments
Post a Comment