দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কৃত্রিম উপগ্রহের কক্ষপথ কেমন হয় ?
উত্তর:
উপবৃত্তাকার
প্রশ্ন:২
পালযুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন ?
উত্তর:
চক্রপাণি দত্ত।
প্রশ্ন:৩
সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয় ?
উত্তর:
সিলিকন
প্রশ্ন:৪
ভাস্কো-ডা-গামা কোন দেশের লোক ছিলেন ?
উত্তর:
পর্তুগিজ
প্রশ্ন:৫
মাউন্ট অফ হিল স্টেশন কোন রাজ্যের ?
উত্তর:
রাজস্থান
প্রশ্ন:৬
অর্কিডের শহর কাকে বলে ?
উত্তর:
কার্শিয়াংকে
প্রশ্ন:৭
প্রজাপতি কিসের সাহায্যে স্বাদ গ্রহণ করে ?
উত্তর:
পা
প্রশ্ন:৮
হৃদপিণ্ডের পেশিকে কি বলে ?
উত্তর:
মায়োকার্ডিয়াম
প্রশ্ন:৯
পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাকে কি বলে ?
উত্তর:
নিউট্রন
প্রশ্ন:১০
ভূ পৃষ্ঠের তড়িৎ বিভব কত ?
উত্তর:
শূন্য
Comments
Post a Comment